Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, October 28, 2014

১২ বছরেই ৩ ফুট ৪ ইঞ্চি চুল!

নিউজ ডেস্ক : ছোট্ট মেয়ে কেটি হোয়াইট। বয়স মাত্র ১২
বছর। উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি। অথচ এ ছোট্ট মেয়েটির
মাথার চুলের দৈর্ঘ্য ৩ ফুট ৪ ইঞ্চি! বিশ্বাস
হচ্ছে না নিশ্চয়। ছবি দেখে অবশ্যই বিশ্বাস হবে। খবর
ডেইলি মেইলেরঠিক পুতুলের মতো দেখতে কেটি হোয়াইটের
বসবাস যুক্তরাজ্যের আম্মানফোর্ডে।
ব্রিটিশ গণমাধ্যমটির খবরে বলা হয়,
কেটি বর্তমানে স্কুলে পড়াশোনা করছেন। এত বড় চুলের
যত্ন নেন কিভাবে এ ব্যাপারে কেটি নিজেই জানান,
চুলগুলো পরিষ্কার করতে আমার এক ঘণ্টা সময় লেগে যায়।
আর শুকানোর জন্য হেয়ারড্রেসার ব্যবহার করি।’
রূপাঞ্জল খ্যাতি পাওয়া কেটি জীবনে এখন পর্যন্ত
নাকি মাত্র ৩ বারই চুল কেটেছেন। জীবনে আর কখনো চুল
কাটার কথা কল্পণা করতে পারেন না বলেও জানিয়েছেন
তিনি। তবে ৩ ফুট ৪ ইঞ্চি সত্ত্বেও কেটির চুল
এখনো কোনো রেকর্ড ভাঙ্গেনি।

No comments: