Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, October 28, 2014

শিক্ষাগত যোগ্যতা না থাকায় তিন মাসের জন্য নিষিদ্ধ জিদান ?

স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপজয়ী কিংবদন্তী জিনেদিন
জিদানকে শিক্ষাগত যোগ্যতা না থাকায় স্পেন
ফুটবল ফেডারেশন ৩ মাস নিষিদ্ধ করেছে।
কোচিংয়ের প্রয়োজনীয় শিক্ষাগত
যোগ্যতা না থাকায় নিষিদ্ধ হয়েছেন রিয়ালের
সাবেক এই মিডফিল্ডারকে। এই সময়ে কোনও
ক্লাবের হয়ে কোচিং করাতে পারবেন
না ফরাসি তারকা। জিদানের
সহকারী সান্তিয়াগো সানচেজকেও একই
শাস্তি দেওয়া হয়েছে।
ইউরোপীয় চ্যাম্পিয়ন ক্লাব রিয়াল মাদ্রিদের
রিজার্ভ দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন
জিদান। তার সহকারী সান্তিয়াগো সানচেসও তিন
মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে,
জিদানের বিরুদ্ধে স্পেন ফুটবল সংস্থার দেয়া এই
নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে তারা।
রিয়াল মাদ্রিদ কাস্তিলার মানের দলগুলোর কোচ
হতে জিদানের ফরাসি ফুটবল সংস্থার অনুমোদন
আছে বলেও জানায় ক্লাব কর্তৃপক্ষ।
গত মৌসুমে রিয়ালের প্রধান কোচ
কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করার
পর গত গ্রীষ্মে ক্লাবটির রিজার্ভ দলের দায়িত্ব
নেন জিদান।

No comments: