Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, October 28, 2014

মিস্টার বিনকেও হার মানালেন আমির!

বিনোদন ডেস্ক : পিকে ছবি প্রথম পোস্টার থেকে টিজার
ট্রেলর পর্যন্ত শুধুই চমক। তবে রেডিও নিয়ে নগ্ন
ছবি থেকে কপিক্যাট সমালোচনাও শুনতে হয়েছে আমিরকে।
আর এবার অভিযোগ ছবির জন্য মিস্টার বিনের এক্সপ্রেশন
নকল করেছেন আমির। আর এতে মিস্টার
বিনকে ছাপিয়ে গেছেন এই পারফেকশনিস্ট।
এর আগে চার্লি চ্যাপলিনকে নকল করার জন্য সমালোচনার
মুখে পড়েছিলেন রনবীর কপূর। ছবি হিট হলেও
সমালোচনা এড়াতে পারেননি রনবীর। এবার
কি সমালোচনা এড়াতে পারবেন বলিউডের মিস্টার
পারফেকশনিস্ট?
যদি আপনি মিস্টার বিনের ভক্ত হন, তাহলে দুই চরিত্রের
মিল খুঁজে পাবেন সহজেই। মিস্টার বিনের
মুখে বলিরেখা ফুটিয়ে তোলা থেকে চোখ মারার ধরণ
সবকিছুর সঙ্গেই পিকের অদ্ভুত মিল। পিকে টিজারে আমিরের
কোনও সংলাপ নেই। শুধু নিজের অঙ্গভঙ্গির মাধ্যমেই
চরিত্র ফুটিয়ে তুলেছেন আমির। ঠিক যেভাবে ছবিতে কোনও
কথাই বলতেন না মিস্টার বিন রোয়ান আটকিনসন।

No comments: