বিনোদন ডেস্ক : রেলমন্ত্রী মুজিবুল হকের আলোচিত
বিয়ে নিয়ে এবার সিনেমা তৈরি করতে যাচ্ছেন
পরিচালক জি. সরকার। ‘মন্ত্রীর বিয়ে’ নামের এ
সিনেমাটির মহরত
আগামী সপ্তাহে হবে বলে তিনি জানান।
সম্প্রতি ৬৭ বছর বয়সে বিয়ে করেছেন
রেলমন্ত্রী মুজিবুল হক। এ
নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। এরই মধ্যে এমন
গল্প নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন জি.
সরকার।
পরিচালক জি. সরকার জানান, অভিনেতা এখনও
চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে মন্ত্রীর
চরিত্রে আলমগীর ও তার স্ত্রী চরিত্র পরীমনির
কথা ভাবা হচ্ছে। তারা রাজি থাকলে এ
চরিত্রে তাদেরকেই নেয়া হবে।
তিনি আরও জানান, সিনেমাটি প্রযোজনা করছেন
আবুল হোসেন মজুমদার।
আগামী সপ্তাহে এফডিসিতে ছবির মহরত অনুষ্ঠিত
হবে।
এ বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেন,
এখনো পর্যন্ত জি. সরকারের পক্ষ থেকে এ ধরণের
কোন প্রস্তাব পায়নি। অভিনয় করব
কিনা সেটা পরের বিষয়, আগে প্রস্তাব রাখুক।
অন্যদিকে, অভিনেতা আলমগীরের সঙ্গে যোগাযোগ
করা হলে তার মুটোফোনটি বন্ধ পাওয়া যায়।
বিয়ে নিয়ে এবার সিনেমা তৈরি করতে যাচ্ছেন
পরিচালক জি. সরকার। ‘মন্ত্রীর বিয়ে’ নামের এ
সিনেমাটির মহরত
আগামী সপ্তাহে হবে বলে তিনি জানান।
সম্প্রতি ৬৭ বছর বয়সে বিয়ে করেছেন
রেলমন্ত্রী মুজিবুল হক। এ
নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। এরই মধ্যে এমন
গল্প নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন জি.
সরকার।
পরিচালক জি. সরকার জানান, অভিনেতা এখনও
চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে মন্ত্রীর
চরিত্রে আলমগীর ও তার স্ত্রী চরিত্র পরীমনির
কথা ভাবা হচ্ছে। তারা রাজি থাকলে এ
চরিত্রে তাদেরকেই নেয়া হবে।
তিনি আরও জানান, সিনেমাটি প্রযোজনা করছেন
আবুল হোসেন মজুমদার।
আগামী সপ্তাহে এফডিসিতে ছবির মহরত অনুষ্ঠিত
হবে।
এ বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেন,
এখনো পর্যন্ত জি. সরকারের পক্ষ থেকে এ ধরণের
কোন প্রস্তাব পায়নি। অভিনয় করব
কিনা সেটা পরের বিষয়, আগে প্রস্তাব রাখুক।
অন্যদিকে, অভিনেতা আলমগীরের সঙ্গে যোগাযোগ
করা হলে তার মুটোফোনটি বন্ধ পাওয়া যায়।
No comments:
Post a Comment