স্পোর্টস ডেস্ক : যখন একের পর এক
আত্মসমর্পণ করছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা।
তখন টাইগার শিবিরে বইছে উল্লাস। আর হতাশায়
ঢাকা পড়ছে জিম্বাবুয়ের সমর্থকরা।
জিম্বাবুয়ে ইতিমধ্যেই ৫ উইকেট হারিয়েছে। আর
এতেই জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ প্রায়
ভেঙ্গে গেছে। জিম্বাবুয়ের প্রথম সারির
ব্যাটসম্যানরা তেমন
কোনো সুবিদা করতে পারে নি।
তাই টাইগারদের আশা বাকি ৫ উইকেট
তুলে নিয়ে জয় ছিনিয়ে নেয়া। ৫ উইকেট
হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ এখন ১৮৬ রান।
জিম্বাবুয়ের পক্ষে এখন আরভিন ৩ রান নিয়ে ও
চাকাভা ৪০ রান নিয়ে ব্যাট করছে।
টাইগারদের পক্ষে বুবেল ১টি, শুভাগত ২ ও যুবায়ের
২ টি উইকেট পেয়েছেন।
জিম্বাবুয়ের আউট হওয়া ব্যাটম্যানরা হলেন, চেরি,
মাসাকারজা, টেলর, সিকান্দার রাজা ও চিগাম্বুরা।
এ টেস্ট জয় বা ড্র করার মাধ্যমে মান রক্ষায়
মরিয়া জিম্ববুয়ে। অন্যদিকে টাইগারার পুরোটাই
নিজেদের করে নিতে চান।
আত্মসমর্পণ করছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা।
তখন টাইগার শিবিরে বইছে উল্লাস। আর হতাশায়
ঢাকা পড়ছে জিম্বাবুয়ের সমর্থকরা।
জিম্বাবুয়ে ইতিমধ্যেই ৫ উইকেট হারিয়েছে। আর
এতেই জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ প্রায়
ভেঙ্গে গেছে। জিম্বাবুয়ের প্রথম সারির
ব্যাটসম্যানরা তেমন
কোনো সুবিদা করতে পারে নি।
তাই টাইগারদের আশা বাকি ৫ উইকেট
তুলে নিয়ে জয় ছিনিয়ে নেয়া। ৫ উইকেট
হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ এখন ১৮৬ রান।
জিম্বাবুয়ের পক্ষে এখন আরভিন ৩ রান নিয়ে ও
চাকাভা ৪০ রান নিয়ে ব্যাট করছে।
টাইগারদের পক্ষে বুবেল ১টি, শুভাগত ২ ও যুবায়ের
২ টি উইকেট পেয়েছেন।
জিম্বাবুয়ের আউট হওয়া ব্যাটম্যানরা হলেন, চেরি,
মাসাকারজা, টেলর, সিকান্দার রাজা ও চিগাম্বুরা।
এ টেস্ট জয় বা ড্র করার মাধ্যমে মান রক্ষায়
মরিয়া জিম্ববুয়ে। অন্যদিকে টাইগারার পুরোটাই
নিজেদের করে নিতে চান।
No comments:
Post a Comment