Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, January 14, 2015

সেলফি প্রেমীদের জন্য জন্য সত্যিই দুঃসংবাদ, এই সংবাদ জানার পর হয়ত আর সেলফি তুলবেনা কেওই !

অলংকরন- নাসরীন সুলতানা নেহা
ইন্টারনেট রঙ্গ ডেস্ক : সামাজিক
যোগাযোগমাধ্যমেবর্তমানেসবচেয়েজনপ্রিয়
বিষয় সেলফি। ছবি তোলার
ক্ষেত্রে সবাই এখন নিজেদের
সেলফি তুলেই শেয়ার করেন।
এমনকি গ্রুপ ছবিও এখন
সেলফি হিসেবে তোলা হয়।
তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের
ওহিয়ো স্টেট ইউনিভার্সিটির
গবেষকরা জানিয়েছেন,
যে ব্যক্তি সামাজিক যোগাযোগ
মাধ্যমে বেশি সেলফি পোস্ট করেন,
তার মধ্যে নার্সিসিজম বা চূড়ান্ত
আত্মপ্রেমের মতো মানসিক রোগের
সম্ভাবনা বেশি। গবেষকরা দীর্ঘদিন
ধরে সেলফি সংক্রান্ত
গবেষণা করে সম্প্রতি এক
প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
গবেষণায় দেখা যায়, যারা সামাজিক
যোগাযোগ মাধ্যমে ঘন ঘন ছবি পোস্ট
করেন, তারা একইসঙ্গে অতি আত্মপ্রেম
ও মানসিক অস্থিরতার
ব্যধিতে ভোগেন।
ছবি এডিটিংয়ের
বিষয়টি অতি আত্মপ্রেমের
সঙ্গে জড়িত। অতি আত্মপ্রেম মূলত
নিজের সম্পর্কে একটু
বেশি বেশি করে ভাবা। যা প্রায়শই
অন্তর্নিহিত নিরাপত্তাহীনতায়
ভোগার কারণে মনে আসতে পারে।
আর অস্বাভাবিক মানসিক অস্থিরতার
ব্যাধি মূলত নিজের প্রতি সহানুভূতির
অভাব ও অতিরিক্ত আবেগ প্রবণতার
কারণে হয়ে থাকে বলে এ গবেষণার
ফলাফলে বলা হয়।
জেসে ফক্সের মতানুয়ায়ী,
অতি অস্থিরতা মূলত অস্বাভাবিক
আবেগপ্রবণতার সঙ্গে জড়িত। যার
ফলে এ ধরনের লোক
নিজেকে বিভিন্নভাবে দেখতে চায়।
তাই তারা ছবি তুলেই পোস্ট করে দেন।
ছবি এডিটের জন্য সময় নষ্ট করেন না।
তবে গবেষণায় এও বলা হয়,
সেলফি তোলা ব্যক্তি মানেই
অতি আত্মপ্রেম ও অস্থিরতার
রোগে আক্রান্ত নন। সমীক্ষায়
যারা সেলফি তোলায় প্রথম দিকে,
তাদের আচরণগত অস্বাভাবিকতার
কথা বলা হয়েছে। তবে তাদের আচরণগত
তারতম্য স্বাভাবিকতার থেকে খুব
বেশি নয়।
এর আগে এক সমীক্ষায় অতিরিক্ত
ফেসবুক ব্যবহারের সঙ্গে কম
আত্মমর্যাদা ও অতি আত্মপ্রেমের
সম্পর্কের কথা বলা হয়। তবে দীর্ঘসময়
ফেসবুক ব্যবহারে নয়, যারা অপরিচিত ও
অযথা বন্ধুত্ব করে বন্ধুতালিকা দীর্ঘ
করেন,
তারা অতি আত্মপ্রেমী ব্যক্তিত্বের
অধিকারী বলে সেখানে বলা হয়।
ওহিও গবেষণায় আরও বলা হয়,
যারা সামাজিক যোগাযোগ
মাধ্যমে পোস্টের আগে নিজের
ছবি নিজেই এডিট করেন তারা নিজের
প্রতি অতি অসস্তুষ্টিতে ভোগেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের
ক্রমবর্ধমান ব্যবহার ব্যক্তির নিজের
প্রতি উদ্বেগ বাড়িয়ে তুলছে উল্লেখ
করে গবেষণায় বলা হয়, অতিরিক্ত
আত্মঅসন্তুষ্টি নারী-পুরুষ
নির্বিশেষে একটি বড় ধরনের সমস্যা।
‘পারসোনালিটি অ্যান্ড ইনডিভিজুয়াল
ডিফারেন্সেস’
নামে একটি জার্নালে এ গবেষণার
ফলাফল প্রকাশ করা হয়।
একটি মার্কিন জার্নালে প্রকাশিত
গবেষকদের
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ফেসবুক-
ইন্সটাগ্রামের মতো সামাজিক
যোগাযোগমাধ্যমে সেলফি পোস্ট
করার প্রবণতা যাদের বেশি,
তারা আসলে নার্সিসিজম-এর
মতো মানসিক রোগে আক্রান্ত।
রিপোর্টের আরও চাঞ্চল্যকর তথ্যটি হল,
সেলফি পোস্ট করার আগে যারা বার
বার ছবিটি এডিট করেন, তাদের
মধ্যে নার্সিসিজম অতিমাত্রায়
থাকার সম্ভাবনা রয়েছে।
গবেষক দলের প্রধান জেসে ফক্স বলেন,
‘নিজেকে ভালোবেসেই মানুষ
সেলফি পোস্ট করে,
এটা কোনো আশ্চর্যের নয়। কিন্তু
যারা ঘন ঘন সেলফি পোস্ট করেন,
তাদের মধ্যে নিজের শরীর ও
নিজেকে প্রচণ্ড ভালোবাসার
মতো মানসিক রোগ হওয়ার
সম্ভাবনা বেশি থাকে।’
মনোবিদদের মতে, নার্সিসিজম
আসলে একটি অসামাজিক ব্যধি। এই
মানসিক রোগীরা সাধারণত,
যে কোনো পরিবেশ
বা পরিস্থিতিতেই সকলের
সামনে নিজেকে আকর্ষণীয়
করে তোলার চেষ্টা করতে থাকে। এই
ধরনের ব্যক্তিদের কাছে অন্যান্য
সকলেই তুচ্ছ ও খারাপ হয়। সর্বদাই
একটা চোরা হীনমন্যতায় ভোগেন।
ফলে অনেক সময় এই ব্যক্তিদের
মধ্যে অসামাজিক কাজ করার
প্রবণতা দেখা যায়।

No comments: