Headlines



gazitv2

w41j

gazitv

Showing posts with label photo collection dkaka times. Show all posts
Showing posts with label photo collection dkaka times. Show all posts

Wednesday, July 23, 2014

‘পাখি’ থ্রিপিস কিনে না দেয়ায় স্বামীকে তালাক দিলো এক স্ত্রী!

ডেস্ক ॥ ঈদ এলে কেনাকাটা শুরু
হয়ে যায়। আবার এই কেনাকাটা নিয়ে মান
অভিমানের পালাও শুরু হয়। তবে এবার মান
অভিমানের পাল্লাটা একটু ভারি হয়েছে। ‘পাখি’
থ্রিপিস কিনে না দেয়ায় স্বামীকে তালাক
দিয়েছে এক স্ত্রী! ঘটনাটি খুলনার
পাইকগাছা গদাইপুর গ্রামে ঘটেছে।
খুলনার পাইকগাছা গদাইপুর গ্রামের গৃহবধু
শারমিন আক্তার ঈদে স্বামীকে ‘পাখি’ থ্রি-পিস
কিনে না দেয়ার বায়না করেন। কিন্তু তার ওই
থ্রিপিস কিনে না দেয়ায় স্বামী মোঃ সাইদুল
ইসলামকে তালাক দিয়েছেন।
জানা গেছে, ঈদ উপলক্ষে সাইদুলের
পিতা তোকিম মিয়া তার দুই পুত্রবধুর জন্য ১৪’শ
টাকা দিয়ে দুটি শাড়ী কিনে আনেন। ছোট
ছেলে সাইদুলের
স্ত্রী শারমিনকে শাড়ী দেখতে বলা হলে,
তিনি শাড়ী নিবেন না বলে স্বামীকে ‘পাখি’
থ্রি-পিস কিনে দিতে বায়না ধরেন।
এমতাবস্থায় সাইদুল তার স্ত্রীকে বলেন, আব্বার
দেয়া শাড়ীটা নাও পরে তোমাকে ‘পাখি’ থ্রি-
পিস কিনে দেবো। কিন্তু শারমিন ‘পাখি’ থ্রি-
পিস কেনার জন্য জিদ করতে থাকে। এ
নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়ার
এক পর্যায়ে শারমিন তার বাবা ও
ভাইকে ফোনে ডেকে নিয়ে আসেন এবং গত
শুক্রবার বিকেলে শারমিন তার
স্বামী সাইদুলকে তালাক দিয়ে বাপের
বাড়ি চলে যান। শারমিন যাওয়ার সময়
সাইদুলকে বলে যান যে, ‘ঈদের আগেই
বিয়ে করে নতুন স্বামীকে সঙ্গে করে ‘পাখি’
থ্রি-পিস পরে তোর বাড়ির
সামনে দিয়ে ঘুরে যাব।’ এদিকে ‘পাখি’ থ্রি-
পিস কিনে না দেওয়ায় স্বামীকে তালাক
দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য
সৃষ্টি করেছে। সাইদুল তালা উপজেলার
কানাইদিয়া গ্রামের মির সহিদুল ইসলামের
কন্যা শারমিন আক্তারকে মাত্র দেড় বছর
আগে বিয়ে করেন।
উল্লেখ্য, ভারতীয় স্টার জলসা চ্যানেলের
‘বোঝে না সে বোঝে না’ নামক সিরিয়ালের
প্রধান চরিত্রের নাম পাখি।
সে নাটকে পাখি যে পোশাক পরে সেই ধরনের
থ্রি পিসকে বাংলাদেশে ‘পাখি’ থ্রি পিস
বলা হয়। এবার ঈদের মার্কেটে এই ‘পাখি’
পোশাকের কদর অনেক।

posted from Bloggeroid