কোথাও ভ্রমণ করতে গেলে সঙ্গে কাপড়চোপড় নিতে হয়।
সে জন্য দরকার ব্যাগ বা সুটকেস। কিন্তু সুটকেস
বহনে ঝক্কি-ঝামেলা থাকেই। ওজনের কারণে এটা বহন
করা অনেকটা কষ্টসাধ্য। এখন অনেক সুটকেসেই
চাকা লাগানো থাকে; কিন্তু সেটা টেনে নিতে হয়। এতেও
ঝামেলা কম নয়। তবে সুটকেস নিয়ে এতসব ঝক্কি-
ঝামেলা এড়াতে চীনের এক অপেশাদার উদ্ভাবক সুটকেস-
স্কুটার উদ্ভাবন করেছেন। এই সুটকেস টেনে নিতে হবে না,
বরং সুটকেসের
মালিককেই সে বহন করে নিয়ে যাবে।
ব্যাটারিচালিত এই সুটকেসের উদ্ভাবক হলেন চীনের হিউনান
প্রদেশের হে লিয়াংকাই। গত সোমবার তিনি তার মোবাইল
সুটকেসটির ওপরে বসে হিউনানের রাজধানী চাংশার
একটি ট্রেনস্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে তার
বাড়ি পর্যন্ত চালিয়ে যান।
সাত কেজি ওজনের এই সুটকেস-স্কুটার দু'জনকে বহন
করতে সক্ষম। ঘণ্টায় এটি ১২ মাইল (২০ কিলোমিটার)
পর্যন্ত যেতে পারে। আর একবার ব্যাটারি চার্জে ৫০
থেকে ৬০ কিলোমিটার চলতে পারে। সূত্র :মেইল অনলাইন।
Posted via Blogaway
No comments:
Post a Comment