Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, May 18, 2014

টিমে নেই, দুঃখে দেশ ছাড়বেন রোনাল্ডিনহো

ডেস্ক: ২০০২ বিশ্বকাপ
জেতার পিছনে ব্রাজিল দলের
‘অক্সিজেন’ ছিলেন তিনি।
ইংল্যান্ডের ডেভিড
সিম্যানকে নাস্তানাবুদ করা সেই
বিখ্যাত ফ্রি-কিক এখনও
চোখে লেগে আছে সব
ফুটবলপ্রেমীদের। যাঁর হাসি এক
সময় মাতিয়ে দিত বিশ্বফুটবল,
পায়ে ফুটবল কথা বলত,
যিনি পারতেন দু’তিন জন
ডিফেন্ডারকে একা নাচাতে,
তিনি আজ বিলুপ্ত তারাদের এক
জন।
রোনাল্ডিনহো ভেবেছিলেন, নিজের
দেশে বিশ্বকাপে তিনি ব্রাজিল
দলে ফিরবেন। ভেবেছিলেন,
স্কোলারি হয়তো শেষ পর্যন্ত
ডাকলেও ডাকতে পারেন তাঁকে।
কিন্তু স্কোলারির তরফ থেকে সেই
‘না’-ই জুটল তাঁর কপালে।
রোনাল্ডিনহো তাই বিশ্বকাপের
সময় ব্রাজিলে থাকবেন না!
মাঠে আসবেন না। ব্রাজিলের জন্য
তাঁর হৃদয়ের সমর্থন থাকবে। কিন্তু
নিজে চলে যাবেন ইউরোপে।
“আমার টিভিতে খেলা দেখার
থেকে মাঠে খেলতে ভাল লাগে।
ধারাভাষ্য দিতেও ভাল লাগে না। তাই
ভাবছি বিশ্বকাপে ইউরোপে গিয়ে বন্ধুদের
সঙ্গে কাটাব,” মনের
দুঃখে বলে দিয়েছেন রোনাল্ডিনহো।
ব্রাজিল টিমে সুযোগ পাবেন কি না,
তা নিয়ে একটা আশঙ্কা ছিল। “গত
কয়েক ম্যাচে যখন ব্রাজিল
দলে সুযোগ পায়নি ভেবেই ছিলাম
বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া কঠিন
হবে,” বলে দেন প্রাক্তন
বিশ্বসেরা ফুটবলার।
তবে ব্রাজিলের
প্রতি ভালবাসা এখনও অটুট।
বলছেন, “আমি সুযোগ পাই
কি না পাই ব্রাজিল দলের
সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।
তোমরা সবাই বিশ্বকাপে খুব ভাল
করে খেল আর ট্রফি নিয়ে শেষ
কোরো।” ঘরের মাঠে বিশ্বকাপ
হওয়ায় ব্রাজিলকেই ‘ফেভারিট’
ধরছেন রোনাল্ডিনহো।
জার্মানি বা ইতালি নয়।
আশা করছেন, ফাইনালটা ব্রাজিল
বনাম স্পেন হবে। বলেন,
“আশা করছি স্পেন উঠবে ফাইনালে।
কারণ ওই দলে আমার অনেক বন্ধু
আছে। আমার মতে ব্রাজিল ও স্পেন
খেললে হয়তো দারুণ হবে কারণ
দুটো দলই বিশ্বসেরা।”
বর্তমান ব্যালন ডি’অর
সিংহাসনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
রাজ চললেও, রোনাল্ডিনহোর
কাছে বিশ্বসেরা লিওনেল মেসি। যাঁর
সঙ্গে এক সময়
বার্সেলোনা মাতিয়েছিলেন আর টেন।
“রোনাল্ডো এমন একটা সময়ের
মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে আরও
ইতিহাস গড়বে ও। কিন্তু আমার
মতে বিশ্বসেরা লিওনেল মেসি। ও
একাই বার্সেলোনাকে অন্য মাত্রায়
নিয়ে গেছে।”
আর নেইমার? বরাবর
যে ফুটবলারকে নিজের ‘আইকন’
মেনে এসছেন নেইমার।
যাঁকে বলেছিলেন তাঁর ফুটবলজীবনের
অন্যতম অনুপ্রেরণা।
বার্সা জার্সিতে ভাল মরসুম
না কাটলেও, নেইমারের প্রশংসায়
পঞ্চমুখ রোনাল্ডিনহো বলে দিলেন,
“ইউরোপে আসলে একটু সময়
লাগে ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে।
নেইমারের ওই সময়টাই চলছে এখন।
মরসুম খুব ভাল শুরু করেছিল ও।
এখনও সমর্থকদের অনেক কিছু
দেওয়া বাকি আছে। নেইমার কিন্তু
ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ।
আশা করছি ও সব কিছু
জিতবে কেরিয়ারে।”


Posted via Blogaway

No comments: