আসছে বাংলা সিনেমা ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল
চলচ্চিত্র মোস্ট ওয়েলকাম টু। আর এই ছবির
প্রচারণায় আছে গ্রামীনফোন। শুধু তাই নয়,
গ্রামীণফোনের বিশেষ মোবাইল অ্যাপেও
পাওয়া যাবে এই সিনেমার গান ও ট্রেইলার।
বৃহস্পতিবার রাজধানীর প্যান-প্যাসিফিক
সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ
সম্মেলনের মাধ্যমে এই
ঘোষণা দিয়ে ভক্তদেরকে চমকে দেন চলচ্চিত্রটির
প্রযোজক, পরিচালক এবং অভিনেতা অনন্ত জলিল।
অনন্ত জলিল জানিয়েছেন যে ‘মোস্ট ওয়েলকাম ২’
চলচ্চিত্রটির সবগুলো গানের অডিও-ভিডিও,
ট্রেইলার এবং উল্লেখযোগ্য
অংশগুলো দর্শকরা ইচ্ছা করলেই গ্রামীণফোনের
মোবাইল অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন।
পাশাপাশি চলচ্চিত্রটির যে কোনো গানই
গ্রামীণফোনের গ্রাহকেরা ওয়েলকাম টিউন
কিংবা রিংটোন হিসেবে ব্যবহার করতে পারবেন।
এই সংবাদ সম্মেলনে অনন্ত জলিল আরো বলেন –
‘আমার চলচ্চিত্রটিতে অত্যাধুনিক
প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন
দেশে শুটিং করা হয়েছে। তাই আমার ভক্তদের
কথা ভেবে গ্রামীণফোনের সঙ্গে আমি চুক্তিবদ্ধ
হয়েছি। তারা যেন কিছুটা হলেও আমার
চলচ্চিত্রটির গুণগত মান সর্ম্পকে বুঝতে পারেন
সেই জন্যই আমার এই প্রয়াস।’
সিনেমার ছয়টি গানের সংগীত
পরিচালনা করেছেন শহীদ, ইমন সাহা, তানভীর
তারেক ও রফি। গান গেয়েছেন ভারতীয়
শিল্পী কৈলাস খের, শুভমিতা, আকাশ অমৃত। এছাড়াও
আছেন বাপ্পা মজুমদার, নওমি, শহীদ, তানভীর
তারেক ও শোম চন্দ্র।
Posted via Blogaway
No comments:
Post a Comment