Headlines



gazitv2

w41j

gazitv

Friday, May 30, 2014

আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল!

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-
আর্জেন্টিনা প্রথমবারের মতো ফুটবল
বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে মুখোমুখি হবে!
সেমিফাইনালে এই দল দুটি স্পেন
এবং জার্মানিকে হারাবে এবং ফাইনালে শেষ
পর্যন্ত আর্জেন্টিনাকে হারিয়ে ৬ষ্ঠ বারের
মতো চ্যাম্পিয়ন হবে নেইমাররা!
গতবারের ফুটবল বিশ্বকাপের
কথা কী মনে আছে? এক অক্টোপাস
জ্যোতিষগিরি করে বিশ্বজুড়ে নাম
কামিয়েছিলো। এবার অক্টোপাস নয়, জ্যোতিষীর
খাতায় নাম লিখিয়েছেন বিখ্যাত
পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়। বাজিকর,
সংবাদপত্র তো বিশ্বকাপ
নিয়ে ভবিষ্যদ্বাণী করাটাকে কাজের মধ্যেই
ধরে।
ব্যাংকাররা বাদ থাকবেন কেন? এবারের
বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল ওয়াল
স্ট্রিটের অন্যতম প্রভাবশালী বহুজাতিক
বিনিয়োগ ব্যাংক ‘গোল্ডেন স্যাকস’
এবং ইতালিয়ান ব্যাংক ‘ইউনিক্রেডিট’।
দুটি প্রতিষ্ঠানেরই ভবিষ্যদ্বাণী, এবারের
ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।
এছাড়া আলাদাভাবে বিশ্বকাপ
নিয়ে গবেষণা প্রকাশ করেছে দুটি বাণিজ্যিক
প্রতিষ্ঠান। মজার ব্যাপার হলো,
দুটি প্রতিষ্ঠান এবারের চ্যাম্পিয়ন
হিসেবে নাম বলেছে ব্রাজিলেরই।
‘সম্ভাবনার সূত্র’, ‘ফুটবলাস্টিক’ মডেল
এবং ‘মন্টে কার্লো সিমুলেশন’ ব্যবহার
করে এই গবেষণা করা হয়েছে। এর
মধ্যে মার্কিন ব্যাংকটি তাদের গবেষণায়
ছয়টি মাপকাঠিকে উপাত্ত হিসেবে ধরেছে।
এগুলোর মধ্যে আছে ‘ইলো’ র্যাঙ্কিং, সাম্প্রতিক
খেলাগুলোতে গোল দেওয়া ও হজম করার হার,
বিগত বিশ্বকাপগুলোতে দলগুলোর ফলাফল, খেলার
মাঠের সুবিধা তুলে নেওয়ার সম্ভাবনা।
গোল্ডম্যানের হিসাবে এবারের
সেমিফাইনালটি হবে ইউরোপ বনাম দক্ষিণ
আমেরিকা। সেই
সেমিফাইনালে হেরে যাবে জার্মানি ও স্পেন।
ইতালিয়ান
ব্যাংকটিবিশ্লেষণেহিসাবেনিয়েছেফিফার্যাঙ্কিং,
নিজ মহাদেশ ও নিজ দেশে খেলার সুবিধা,
ফিফা সদস্যপদের মেয়াদকাল, অনূর্ধ্ব ১৭ ও ২০
বিশ্বকাপের ফলাফল, গত বিশ্বকাপের ফলাফল।
ব্যাংকটি ব্রাজিলের কন্ডিশনে ব্রাজিলের
এগিয়ে থাকার বিষয়টির ওপরই জোর দিয়েছে।
তা ছাড়া ব্রাজিল গত ১৯টি বিশ্বকাপের
১২টিতেই যে শেষ চারে খেলেছে—এটিও
তাদের এগিয়ে রেখেছে।
এছাড়া বিশ্বের খ্যাতনামা বাজিকর
প্রতিষ্ঠানগুলোর হিসাবেও
এগিয়ে আছে স্বাগতিকেরা ব্রাজিল।


Posted via Blogaway

No comments: