Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, May 3, 2014

নারায়ণগঞ্জে হরতাল চলছে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের
আইনজীবী চন্দন সরকারসহ
সাতজনকে অপহরণের পর হত্যার
ঘটনায় জেলা আইনজীবী সমিতির
ডাকে রোববার সকাল-সন্ধ্যা হরতাল
চলছে।
হরতালে সকাল থেকেই যান চলাচল
বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে রেল
যোগাযোগও। এমনকি শহরের প্রধান
প্রধান সড়কগুলোতে রিকশাও চলাচল
করছেনা। বন্ধ রয়েছে সবধরনের
দোকনপাট। তবে নারায়ণগঞ্জ
প্রেসক্লাবের সামনে সকাল ৭টায়
একটি বাস ভাঙচুর
করেছে হরতালকারীরা।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও
সাংস্কৃতিক সংগঠন গুলো নৃশংস
হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হরতালের
সমর্থন বিছিন্নভাবে বিক্ষোভ
মিছিল ও সমাবেশ চালিয়ে যাচ্ছে।
অপরদিকে হরতালে স্বাভাবিক
রয়েছে ঢাকা-চট্রগ্রাম ও
ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল।
মহাসড়কের মৌচাক থেকে সাইনবোর্ড
পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার
সিটি করপোরেশনের প্যানেল মেয়র
নজরুল ইসলামের সমর্থকদের হরতালের
অংশগ্রহণ করার কথা থাকলেও এখন
পর্যন্ত তারা কেউ রাস্তায় নামেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার
ভোর থেকে হরতালের সমর্থনের
নগরীতে খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশ
করেছে বিভিন্ন সামাজিক,
সাংস্কৃতিক ও ১৮ দলীয় জোটসহ বাম
দলগুলোর নেতারা। এ সময় তারা খুনীর
ফাঁসির দাবিতে স্লোগান দেন।
এদিকে সকাল ৭টায় শহরের
চাষাঢ়া এলাকায় অবস্থিত নূর
মসজিদের সামনে একটি বাস
(নারায়ণগঞ্জ-ব ০২-০০৭৩) ভাঙচুর
করে হরতালকারীরা।
অপরদিকে একই সময় হরতালের
সমর্থনে নারায়ণগঞ্জ-কমলাপুর
রেলপথের চাষাঢ়া এলাকায় রেলপথ
অবরোধ করে রাখে তারা। ফলে বন্ধ
হয়ে যায় রেল যোগাযোগ।
এ রিপোর্ট লেখা সময় সকাল
সাড়ে ৯টা পর্যন্ত
শান্তিপূর্নভাবে হরতাল চলছিলো।
নারায়ণগঞ্জ রেলস্টেশনের স্টেশন
মাস্টার গোলাম মোস্তফা জানান,
সকালে ঢাকার কমলাপুর
থেকে নারায়ণগঞ্জ
উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে আসলেও
হরতাল ও রেলপথ অবরোধের
কারণে সেটি আর
নারায়ণগঞ্জে আসতে পারেনি।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার
মহিদ উদ্দিন জানান, জেলায় আইন-
শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
রয়েছে। এখন পর্যন্ত কোথাও
কোনো অপ্রীতিকর ঘটনার খবর
পাওয়া যায়নি। শহরে গুরুত্বপূর্ণ
পয়েন্টে বিজিবি, পুলিশ ও র্যাব
মোতায়েন রয়েছে।
জেলা আইনজীবী সমিতির
সভাপতি সাখাওয়াত হোসেন খান
বলেন, ‘সাত খুনের ঘটনায়
নারায়ণগঞ্জের সর্বস্তরেরর মানুষ
স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে।
হরতালের সমর্থনে সকাল ১০টায়
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের
সামনে আইনজীবীরা সমাবেশ করে।’
বিএনপি, সিপিবি, বাসদ, ন্যাপ,
গণসংহতি আন্দোলন, সন্ত্রাস নির্মূল
ত্বকী মঞ্চসহ নারায়ণহঞ্জের
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক
সংগঠন এই হরতালে সমর্থন দিয়েছে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল (রোববার)
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের
প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড
কাউন্সিলর নজরুল ইসলাম ও
আইনজীবী চন্দন সরকারসহ ৭
জনকে দিনে দুপুরে অপহরণ
করে সন্ত্রাসীরা। ওই দিন সন্ধ্যায়
গাজীপুর থেকে আপহৃত নজরুলের
গাড়ি উদ্ধার করা হয়। এরপর বুধবার
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত
শীতলক্ষ্যা নদী থেকে অপহৃতদের
মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
অ্যাডভোকেট চন্দন সরকারকে হত্যার
প্রতিবাদে নারায়ণগঞ্জে রোববার
সকাল-সন্ধ্যা হরতাল
ডেকেছে আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার
দুপুরে জেলা আইনজীবী সমিতির
সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত
হোসেন এ হরতাল আহ্বান করেন।


Posted via Blogaway

No comments: