স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপে ব্রাজিলের
হেক্সা মিশনে মাইকন, ম্যাক্সওয়েল,
হেনরিক ও হার্নানেস অনিশ্চিত
থাকলেও জায়গা পেলেন। লুইজ
ফেলিপ্পে স্কলারি আসন্ন বিশ্বকাপ
লড়াইয়ের জন্য ব্রাজিলের ২৩
সদস্যের চূড়ান্ত দলে তাদের
রেখেছেন।
নাপোলির হেনরিক, ইন্টারের
হার্নানেস, রোমার মাইকন ও
পিএসজির ম্যাক্সওয়েল একরকম
অনিশ্চিত ছিলেন। কিন্তু বুধবার
সকালে রিওতে দল
ঘোষণা শেষে জানা গেল আছেন
তারা।
মার্চে দক্ষিণ আফ্রিকার
বিপক্ষে জোহানেসবার্গে ব্রাজিলের
৫-০ জয়ের ম্যাচে ছিলেন না এই চার
তারকা। এতে করে তাদের
থাকা নিয়ে বেশ শঙ্কা জেগেছিল।
আগামী ১২ জুন সাওপাওলোয়
ক্রোয়েশিয়ার
বিপক্ষে উদ্বোধনী ম্যাচ
খেলবে ব্রাজিল। গ্রুপের বাকি দুই
ম্যাচে তারা খেলবে মেক্সিকো ও
ক্যামেরুনকে।
দল:
গোলরক্ষক- জেফারসন, জুলিও সিজার ও
ভিক্টর
ডিফেন্ডার- দান্তে, ডেভিড লুইজ,
হেনরিক, থিয়াগো সিলভা,
দানি আলভেস, মাইকন, মার্সেলো ও
ম্যাক্সওয়েল।
মিডফিল্ডার- ফার্নান্দিনহো,
হার্নানেস, লুইজ গুস্তাভো, ওস্কার,
পাউলিনহো, রামিরেস ও উইলিয়ান
ফরোয়ার্ড- বার্নার্ড, ফ্রেড, হাল্ক,
জো ও নেইমার।
Posted via Blogaway
No comments:
Post a Comment