Headlines



gazitv2

w41j

gazitv

Showing posts with label playing. Show all posts
Showing posts with label playing. Show all posts

Wednesday, May 14, 2014

এবার বিশ্বকাপের আশা করো না বন্ধু: নেইমার

ডেস্ক: ব্রাজিল-
আর্জেন্টিনা মানেই
চিরপ্রতিদ্বন্দ্বী। কেউ কারও
ছায়া পর্যন্ত মাড়ায় না; কিন্তু
ব্যতিক্রমী ব্যাপার-স্যাপার
নিয়ে এলেন লিওনেল
মেসি নামে আশ্চর্য এক ফুটবল জাদুকর।
তার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছেন
ব্রাজিলের গ্রেটরাও। হালের
সেনসেশন নেইমারও বাদ যাননি।
তিনি আবার মেসির পাঁড়ভক্ত।
বার্সায় যোগ দেওয়ার
পেছনে নেইমারের উপস্থিতিও ছিল
বড় একটা কারণ। ন্যু
ক্যাম্পে এসে দু’জনের দোস্তির কথাও
বেশ ফলাও করে প্রকাশ
করা হয়েছে বিশ্বের মিডিয়ায়।
সে বন্ধুই কি-
না সত্যি সত্যি বিশ্বকাপের
মতো আসরে এসে শত্রুতে পরিণত
হয়ে যাচ্ছেন। বিশ্বকাপটা যখন আর
সবার চেয়ে বেশি দরকার মেসির,
তখন নেইমার তাকে বলে দিলেন_
‘এবার বিশ্বকাপ জয়ের
আশা করো না বন্ধু’। ব্রাজিলের ও
গ্গ্নোবো পত্রিকার সঙ্গে এক
সাক্ষাৎকারে নেইমার আরও
জানিয়েছেন বিশ্বকাপে তার নিজের
প্রস্তুতি, ব্রাজিলের
প্রস্তুতি এবং ব্রাজিলিয়ানদের আশা-
আকাঙ্ক্ষা নিয়ে।
২০ কোটি ব্রাজিলিয়ানের
প্রত্যাশার সব চাপ কিন্তু নেইমারের
ওপরই। মাত্র ২২ বছর বয়সে এ চাপ
নেওয়ার জন্য কতটুকু প্রস্তুত তিনি,
প্রমাণ হয়েছে গত কনফেডারেশন্স
কাপ ফাইনালে। নেইমার
প্রত্যাশা করছেন, তার দেশ ফাইনাল
খেলবে এবং ব্রাজিলিয়ানদের
হেক্সা শিরোপা উপহার দেবে।
বিশ্বকাপ নিয়ে তিনি বলেন,
‘আমরা সত্যি সত্যি প্রস্তুত নিজ
দেশে বিশ্বকাপ খেলার জন্য।
এবং আমি নিশ্চিত, ব্রাজিলের জন্য
আমি শতভাগ দিতে প্রস্তুত।
যে ইনজুরিতে পড়েছিলাম,
তা থেকে সেরে ওঠার শেষ
মুহূর্তে রয়েছি। আশা করছি, বিশ্বকাপ
শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে যাব।’
বার্সেলোনায় মেসির
সঙ্গে জুটি বেঁধে খেলাটা তার জন্য
বেশ গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন
নেইমার। তিনি বলেন,
‘মেসিকে আমি খুব পছন্দ করি, কারণ
তার গোল করার স্টাইল খুবই নিখুঁত।
খুব কমই মিস করেন
তিনি এবং যা করেন তা একদম
মনোযোগের সঙ্গে, নিখুঁতভাবে। এই
জিনিসটাই আমি তার কাছ থেকে ধার
করে নেব এবং বিশ্বকাপে ব্যবহারের
চেষ্টা করব।’
নেইমার স্বীকার করেছেন, মেসির
সঙ্গে অনেক ঠাট্টা করতেন তিনি।
ব্রাজিলিয়ান এ সেনশেসন বলেন,
‘আমরা এরই মধ্যে অনেকবার হাসি-
ঠাট্টা ও মজা করেছি। দু’জনই বলেছি,
বিশ্বকাপের
ফাইনালে দেখা করতে চাই। যখন
তিনি আমাকে বললেন,
ফাইনালে আর্জেন্টিনাই জিতবে, তখন
আমি তাকে বলেছি, না,
আর্জেন্টিনা নয়,
ফাইনালে জিতবে ব্রাজিলই।
আর্জেন্টিনার কোনো সুযোগ নেই।’
নেইমার আরও বলেন, ‘মজা করার
ছলেই আমি তাকে বলেছি_
‘তাকে বলেছি, ব্রাজিলে যা করার
কথা ভাবছ, সেটি সম্ভব নয়।’ নেইমার
আরও বলেন, ‘এরই
মধ্যে সমর্থকরা আমাদের ১-০-
তে এগিয়ে দিয়েছেন।’ দলে সুযোগ
পাওয়া নিয়েও নাকি বেশ উদ্বিগ্ন
ছিলেন নেইমার। তিনি বলেন,
‘দলে ডাকা নিয়ে কিছুটা উদ্বিগ্ন
ছিলাম বৈকি। যখন স্কোয়াড
ঘোষণা হয়ে গেল, তখন
সত্যি সত্যি খুব ভালো লেগেছিল।’ গত
বিশ্বকাপেও খেলার কথা ছিল
নেইমারের, কিন্তু দুঙ্গার দলে ঠাঁই
হয়নি তার।


Posted via Blogaway

Friday, May 9, 2014

এবার সুযোগ হাতছাড়া করবেন না মেসি

ডেস্ক : শেষ সুযোগ
হাতছাড়া করতে রাজি নন
মেসি। ছবি: রয়টার্সকথায়
বলে, ‘সাবধানের মার নেই’।
আবার অতিসাবধান
হতে গিয়ে অনেক সময়
স্নায়ুচাপ যায় বেড়ে।
এতে সহজ কাজটিও হয়ে যায়
কঠিন।
কতটা কঠিন, লা লিগার
পয়েন্ট টেবিলে চোখ বোলালেই
বোঝা যায়। ৩ থেকে ৭ মে—এই
চার দিনে লা লিগার পয়েন্ট
টেবিলে রীতিমতো ঘূর্ণিঝড়
বয়ে গেছে! এতে আখেরে লাভ
হয়েছে বার্সেলোনার।
যে শিরোপা বার্সার
মুঠো থেকে ছিটকেই গিয়েছিল, সেটাই
আবার হাত ছুঁয়ে দেওয়ার
দূরত্বে। সমীকরণটাও সহজ। শেষ
দুটো ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন
বার্সেলোনা। লিওনেল
মেসি মনে করছেন, আবারও
ভাগ্য যে সুযোগ হাতের
নাগালে এনে দিয়েছে,
সেটা এবার
হাতছাড়া করা যাবে না কিছুতেই।
মেসি বলেছেন, ‘গত সপ্তাহগুলোর
তুলনায় এখন
আমরা সুবিধাজনক অবস্থায়
আছি। আমরা দেখছি লিগে আমাদের
সুযোগ আছে। এটি আমাদের ওপর
নির্ভর করছে। এ
সুবিধা আমাদের
কাজে লাগাতেই হবে।
এটি যাতে হাতছাড়া না হয়,
সেটি নিশ্চিত করতে হবে।’
চ্যাম্পিয়নস লিগ
হাতছাড়া হয়েছে,
কোপা ডেলরের
ফাইনালে হার,
চুক্তি নিয়ে নানা গুঞ্জন—
নেতিবাচক খবর যেন
কাঁঠালের আঠার
মতো লেগে রয়েছে মেসির সঙ্গে। এসব
অবশ্য ফুঁ দিয়ে উড়িয়েই দিচ্ছেন
বার্সার প্রাণভোমরা।
মেসি বললেন, ‘অনেক ভয়ানক
কথাবার্তা উঠেছে এ বছরে।
প্রায় সবগুলো বানোয়াট,
মিথ্যা। আমি ঠিক আছি।’
গত এক সপ্তাহে লা লিগার
পয়েন্ট টেবিলে যে ওলট-পালট
হলো, এক কথায়
বিস্ময়জাগানিয়া। ৩ মে ঘরের
মাঠে গেটাফের বিপক্ষে ২-২
ড্র করল বার্সা।
কাতালানদের শিরোপা-স্বপ্ন
এক অর্থে ধূসর হলো ওই দিনই।
একই রাতে এবার লিগের
শীর্ষ দল অ্যাটলেটিকো ২-০
ব্যবধানে হেরে বসল লেভান্তের
কাছে। ৪ মে রিয়াল ২-২ ড্র
করল ভ্যালেন্সিয়ার বিপক্ষে।
বার্সা-অ্যাটলেটিকোর
চেয়ে এক ম্যাচ কম খেলেছিল
বলে তিন পয়েন্ট হাতেই ছিল
রিয়ালের। কিন্তু সেই তিন পয়েন্টের
দুটোই রিয়াল খুইয়ে ফেলল
অবনমন
অঞ্চলে থাকা ভ্যালাদোলিদের
সঙ্গে ১-১ ড্র করে।
ব্যস, জমে গেল শেষ পর্বের
নাটক। ৩৬ ম্যাচ
শেষে পয়েন্ট টেবিলে ৮৮ পয়েন্ট
নিয়ে শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো।
সমান সংখ্যক
ম্যাচে বার্সার পয়েন্ট ৮৫
ও রিয়ালের ৮৪। অর্থাৎ
অবশিষ্ট দুই ম্যাচ
জিতলে বার্সার পয়েন্ট
হবে ৯১ আর রিয়ালের ৯০। ১৮
মে মৌসুমে নিজেদের শেষ
ম্যাচে বার্সা-
অ্যাটলেটিকো মুখোমুখি হবে ন্যু
ক্যাম্পে। ওই ম্যাচেই
নির্ধারিত হবে শিরোপা।


Posted via Blogaway

Wednesday, May 7, 2014

চমকহীন ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপে ব্রাজিলের
হেক্সা মিশনে মাইকন, ম্যাক্সওয়েল,
হেনরিক ও হার্নানেস অনিশ্চিত
থাকলেও জায়গা পেলেন। লুইজ
ফেলিপ্পে স্কলারি আসন্ন বিশ্বকাপ
লড়াইয়ের জন্য ব্রাজিলের ২৩
সদস্যের চূড়ান্ত দলে তাদের
রেখেছেন।
নাপোলির হেনরিক, ইন্টারের
হার্নানেস, রোমার মাইকন ও
পিএসজির ম্যাক্সওয়েল একরকম
অনিশ্চিত ছিলেন। কিন্তু বুধবার
সকালে রিওতে দল
ঘোষণা শেষে জানা গেল আছেন
তারা।
মার্চে দক্ষিণ আফ্রিকার
বিপক্ষে জোহানেসবার্গে ব্রাজিলের
৫-০ জয়ের ম্যাচে ছিলেন না এই চার
তারকা। এতে করে তাদের
থাকা নিয়ে বেশ শঙ্কা জেগেছিল।
আগামী ১২ জুন সাওপাওলোয়
ক্রোয়েশিয়ার
বিপক্ষে উদ্বোধনী ম্যাচ
খেলবে ব্রাজিল। গ্রুপের বাকি দুই
ম্যাচে তারা খেলবে মেক্সিকো ও
ক্যামেরুনকে।
দল:
গোলরক্ষক- জেফারসন, জুলিও সিজার ও
ভিক্টর
ডিফেন্ডার- দান্তে, ডেভিড লুইজ,
হেনরিক, থিয়াগো সিলভা,
দানি আলভেস, মাইকন, মার্সেলো ও
ম্যাক্সওয়েল।
মিডফিল্ডার- ফার্নান্দিনহো,
হার্নানেস, লুইজ গুস্তাভো, ওস্কার,
পাউলিনহো, রামিরেস ও উইলিয়ান
ফরোয়ার্ড- বার্নার্ড, ফ্রেড, হাল্ক,
জো ও নেইমার।


Posted via Blogaway

Sunday, April 27, 2014

লিভারপুলে লালক রাজত্ব, ইপিএল জমে ক্ষীর Tag: EPL, english premier league, ইপিএল , চেলসি , লিভারপুল, Chelsea ,

লিভারপুলে লালক
রাজত্ব, ইপিএল
জমে ক্ষীর
Tag: EPL, english premier
league, ইপিএল , চেলসি ,
লিভারপুল, Chelsea ,
Liverpool
Last Updated: April 27, 2014
22:44
চেলসি (২) লিভারপুল (০)
( দেম্বা বা ৪৯ মিনিট, উইলিয়ান
৯০)
চেলসি (২) লিভারপুল (০)
( দেম্বা বা ৪৯ মিনিট, উইলিয়ান
৯০)
--------------
রবিবার
লিভারপুলেকে হারিয়ে ইংলিশ
প্রিমিয়র লিগ জমিয়ে দিল
চেলসি। প্রথম সারির বেশ
কয়েকজন ফুটবলারকে ছাড়াই বড়
ম্যাচে বাজিমাত করলেন
হোসে মরিনহো। অ্যানফিল্ড
অরিনায়
অ্যাওয়ে ম্যাচে চেলসি ২-০
গোলে হারাল লিভারপুলকে।
চেলসির এই জয়ের পর ইপিএলের
খেতাবি লড়াই একেবারে জমজমাট।
৩৬ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায়
শীর্ষে লিভারপুলের পয়েন্ট ৮০।
সমসংখ্যাক ম্যাচে চেলসি ৭৮
পয়েন্টে। তৃতীয়
স্থানে থাকা ম্যানচেস্টার সিটিও
পিছিয়ে নেই। ৩৫ ম্যাচে ম্যান
সিটির পয়েন্ট ৭৭। ম্যান
সিটি এদিন ২-০ গোলে হারায়
ক্রিস্টাল প্যালেসকে।
লিভারপুলের শেষ দুটি ম্যাচের
উপর নির্ভর করছে এবারের ইপিএল
খেতাব। ৫ মে লিভারপুল
অ্যাওয়ে ম্যাচে খেলবে ক্রিস্টাল
প্যালেসের বিরুদ্ধে। শেষ ম্যাচ
১১ মে ঘরের
মাঠে লিভারপুলে নামবে নিউক্যাস
বিরুদ্ধে। আজ জিতলেই খেতাব
নিশ্চিত হয়ে যেত ব্রেন্ডন
রজার্সের দলের। অথচ দুরন্ত গতির
ফুটবল আর মরিনহোর
মগজাস্ত্রে বাজিমাত করল নীল
জার্সির দল।

posted from Bloggeroid