Headlines



gazitv2

w41j

gazitv

Friday, May 9, 2014

জেনে নিন ঝকঝকে সুন্দর দাতের রহস্য

ঝকঝকে সাদা দাঁতের
মুক্তো ঝরা হাসি কে না চায় বলুন? সুন্দর
দাঁতের মিষ্টি হাসি যে কারো মন
কেড়ে নিতে পারে নিমিষেই। দাঁত সুন্দর
না হলে মানুষের আত্মবিশ্বাসও কমে যায়
অনেকখানি। হলদে দাঁত বের করে সহজে কেউ
হাসতে চায় না। আর তাই হাসি পেলেও মুখ
চেপে চেহারাটাকে কিম্ভুতকিমাকার
বানিয়ে ফেলেন অনেকেই। পাছে লোকে দাঁত
দেখে ফেলে তাই মুখে হাত দিয়েও হাসেন কেউ
কেউ।
অসুন্দর দাঁতের সমাধান তো আর দাঁত
ঢাকা নয়। ঝকঝকে দাগমুক্ত দাঁত
পেতে চাইলে দিনে দুইবার দাঁত ব্রাশ করার
পাশাপাশি প্রয়োজন বিশেষ যত্নের।
ডেন্টিস্টের কাছে না গিয়েও দাঁত
সাদা ঝকঝকে করে তোলা সম্ভব। ঘরেই
বিশেষ যত্ন নিয়ে দাঁতের হলুদ ভাব দূর
করে ফেলা যায় সহজেই। আর দাঁতের হলুদ
ভাব দূর করতে সহায়তা করবে লেবুর রস।
জেনে নিন দাঁতের হলদে ভাব দূর করার
প্রক্রিয়াটি।
একটি কাপে লেবুর রস চিপে নিন। এরপর
সেটাতে কিছু পানি মিশিয়ে নিন।
দাঁত ব্রাশ করার পর লেবুর রস
মেশানো পানি দাঁতে লাগিয়ে আঙ্গুল
দিয়ে ঘষে কুলি করে নিন।
এভাবে কয়েকবার করলেই মধ্যেই দাঁত
হয়ে যাবে ঝকঝকে সাদা।
এছাড়াও লেবুর খোসা অথবা লেবুর খোসার
শুকনো গুড়া দিয়ে দাঁত ঘষে নিতে পারেন।
কুলি করার সময়
ঠান্ডা পানি দিয়ে করলে ভালো ফলাফল
পাওয়া যায়।
সতর্কীকরণ- লেবু দিয়ে দাঁত পরিষ্কার
কিন্তু প্রতিদিন বা নিয়মিত করা যাবে না।
এই প্রক্রিয়ায় চট জলদি দাঁত সাদা করা যায়
ঠিকই। কিন্তু প্রতিনিয়ত করলে দাঁতের
এনামেল ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।


Posted via Blogaway

No comments: