Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, June 14, 2014

যেসব কারণে আপনার ফেসবুক আইডি বন্ধ হতে পারে

জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম
ফেসবুক। নেটওয়ার্কিংয়ের যুগে ফেসবুকের বিকল্প নেই।
ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। এই
নিয়মগুলো মেনে না চললে আপনার ফেসবুক অ্যাকাউন্ট
যেকোনো সময় বন্ধ করে দিতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।
সাধারণত নতুন ব্যবহারকারীরা এই বিরম্বনায়
বেশি পড়ে থাকেন।
ভূঁয়া প্রোফাইল:
দ্রুত জনপ্রিয়তা অর্জনের জন্য নিজের নামের
বদলে অনেকে কোন সেলিব্রিটি অথবা অন্য কারও নাম
ব্যবহার করেন। প্রোফাইলের প্রায় তথ্যই ভূঁয়া থাকে। এ
ব্যাপারগুলো খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এসব
একাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
অধিক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে:
নতুন অ্যাকাউন্ট চালুর পর বন্ধুর সংখ্যা বাড়ানোর জন্য
অনেকেই বেশি বেশি অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান।
প্রতিদিন ২০টির বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না।
রিকোয়েস্ট পাঠানোর সংখ্যা যতো কম হয় ততই ভালো।
নইলে আপনার আইডি কর্তৃপক্ষ বন্ধ করে দিতে পারে।
ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না হলে:
আপনি অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। কিন্তু
যাদের রিকোয়েস্ট পাঠিয়েছেন তারা আপনার ফ্রেন্ড
রিকোয়েস্ট গ্রহণ করছে না। এই রিকোয়েস্টের পরিমাণ ৫০
এর অধিক হয়ে গেলে ফেইসবুক আপনাকে ভেরিফিকেশন
করতে বলবে। পরে এক সময় ব্লক করে দিতে পারে ফেসবুক
কর্তৃপক্ষ।
অতিরিক্ত ম্যাসেজ:
আপনি যদি বন্ধুদের ওয়াল অথবা ইনবক্সে প্রতিদিন অনেক
বেশি ম্যাসেজ পোস্ট করেন। তাহলে আপনার ফেসবুক
অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আর একই ম্যাসেজ বার
বার দিতে চাইলে সেখানে কিছুটা পরিবর্তন করে দিন।
নাহলে ফেসবুক এটিকে স্প্যাম হিসেবে ধরবে।
ভাষার অপব্যবহার:
স্ট্যাটাস আপডেট অথবা ম্যাসেজ আদান-প্রদান এর সময়
ভাষার প্রতি খেয়াল রাখতে হবে। বাজে ভাষা ব্যবহার
করলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কেউ আপনার
নামে রিপোর্ট করতে পারে। এর ফলে আপনার ফেসবুক
একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
স্প্যামিং করা:
আপনার পণ্য বা ওয়েবসাইট প্রমোট করার জন্য ফেসবুক
একাউন্ট ব্যবহার না করাই ভালো। তবে একটি নির্দিষ্ট
সীমা পর্যন্ত এটি করা যেতে পারে যেটি স্প্যামিং এর
পর্যায়ে পরে না। শুধু ফেসবুক না, পুরা ইন্টারনেট জগত
এটিকে ঘৃণা করে। ফেসবুক এটি গুরুত্বের সঙ্গে দেখে।
কাউকে হুমকি দেয়া:
ভুলেও কাউকে হুমকি দেয়ার জন্য ফেসবুক অ্যাকাউন্ট
ব্যবহার করবেন না। এমনকি মজা করেও না। ফেসবুক এই
বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নেয় এবং অ্যাকাউন্ট সাসপেন্ড
করে দেয়।
পর্ণগ্রাফি আপলোড করা:
ফেসবুক প্রোফাইল বা অন্য কোথাও
আপনি যদি পর্ণগ্রাফি ছবি বা ভিডিও আপলোড করেন,
তবে কোনো নোটিশ ছাড়াই ফেইসবুক আপনার অ্যাকাউন্ট
ব্যান করবে।


Posted via BN24Hour

No comments: