Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, July 5, 2014

হিগুয়েনের গোলে প্রথমার্ধ আর্জেন্টিনার

হিগুয়েনের গোলে বিশ্বকাপের স্বপ্নপূরণে আরও একধাপ
এগিয়ে যাওয়া পথে আর্জেন্টিনা। বেলজিয়ামের
মুখোমুখি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে খেলার ৮
মিনিটে মেসির বাড়িয়ে দেওয়া বল বেলজিয়াম ডিফেন্ডারের
পায়ে লেগে চলে যায় বক্সের ভেতরে থাকা হিগুয়েনের কাছে।
আর বক্সের ভেতরে বল পেয়ে গোল করতে কোনো ভুল
করেননি হিগুয়েন।
হিগুয়েনের একমাত্র গোলে প্রথমার্ধ শেষে ১-০
গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধের খেলায় ৫৩
শতাংশ বল পজেশন নিয়ে বেলজিয়াম
এগিয়ে থাকলে গোলে শট নেওয়ায় পিছিয়ে তারা।
বেলজিয়ামের ৩ শটের বিপরীতে আর্জেন্টিনার শট ৫টি।
এরপর খেলার ২৯ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পান
অ্যাঙ্গেল ডি মারিয়া। ডিবক্সে সামান্য বাইরে বেলজিয়াম
ডিফেন্ডার কোম্পানিকে একা পেয়েও তাকে কিটিয়ে গোল
দিতে ব্যর্থ হন মারিয়া। ডি মারিয়ার নেওয়া শট সহজেই
প্রতিহত করেন কোম্পানি।
৩৩ মিনিটে ইনজুরির
কারণে ডি মারিয়াকে বসিয়ে বদলি খেলোয়াড় নামান কোচ
আলেহান্দ্রো সাবেয়া। মারিয়ার বদলে মাঠে নামেন
মিডফিল্ডার এনজো পেরেজ।
এর আগে খেলার ৪ মিনিটে মধ্যমাঠ থেকে বল
নিয়ে যেয়ে বাম পাশে থাকা লাভেজ্জিকে পাস দেন মেসি।
বেলজিয়ামের ডিবক্সের ভেতর হিগুয়েনের
উদ্দেশ্যে লাভেজ্জির ঠেলে দেওয়া বল ক্লিয়ার করেন
ভিনসেন্ট কোম্পানি।
২৮ বছরের শিরোপা খরা ঘুচাতে ফাইনালের পথে আরও এক
ধাপ এগিয়ে যেতে লিওনেল মেসির
দিকে তাকিয়ে আর্জেন্টাইন সমর্থকরা। অন্যদিকে ১৯৮৬
সালের বিশ্বকাপে ম্যারাডোনার আর্জেন্টিনার
কাছে সেমিফাইনালে পরাজয়ের বদলা নিতেই
মাঠে নেমেছে ইডেন হ্যাজার্ডের বেলজিয়াম।
বাংলাদেশ সময় শনিবার রাত ১০টায় ব্রাজিলের ব্রাসিলিয়ায়
ম্যাচটি শুরু হয়।
আর্জেন্টিনার একাদশে খেলছেন:
সার্জিও রোমেরো (১), এজেকুয়েল গ্যারে (২),
পাবলো জাবালেতা (৪), লুকাস বিগলিয়া (৬), অ্যাঙ্গেল
দি মারিয়া (৭), গঞ্জালো হিগুয়েন (৯), লিওনেল মেসি (১০),
জাভিয়ার মাশচেরানো (১৪), এজেকুয়েল ল্যাভেজ্জি (২২),
হোসে বসন্ত (২৩), মার্টিন ডেমিচেলিস (১৫)।
কোচ: আলেহান্দ্রো সাবেলা (আর্জেন্টিনা)
বেলজিয়ামের একাদশ খেলছেন:
থিবাউত কোরতোয়া (১), টবি আল্ডারউইয়ার্ল্ড (২),
ভিন্সেন্ট কোম্পানি (৪), ইয়ান ভেরতোনহেন (৫), অ্যাক্সেল
উইটসেল (৬), মারুয়ান ফেলাইনি (৮), কেভিন ডি ব্রুইন (৭),
ড্যানিয়েল ভ্যান বাইটেন (১৫), ইডেন হ্যাজার্ড (১০), কেভিন
মিরালাস (১১), ডিভক ওরিগি (১৭)।
কোচ: উইলমটস মার্ক (বেলজিয়াম)।

posted from Bloggeroid

No comments: