Headlines



gazitv2

w41j

gazitv

Monday, July 28, 2014

প্যারাসিটামল থেকে সাবধান!

জ্বরের
সব
থেকে কার্যকর

সুরক্ষিত
ওষুধ
হিসেবে সারা বিশ্বেই
সমাদৃত
প্যারাসিটামল।
কিন্তু
সাম্প্রতিক
গবেষণা বলছে, প্যারাসিটামল শিশুদের মস্তিষ্কের
বিকাশে বাধা সৃষ্টি করে। এমনকি গর্ভস্থ ভ্রূণের
মস্তিষ্কের বিকাশেও ভয়াবহ
ভূমিকা নিতে পারে প্যারাসিটামল।
ভারতের উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের
একটি গবেষণার উদ্ধৃতি এ কথা জানায় জি নিউজ।
তাতে বলা হয়, ব্যাথা ও জ্বরের জন্য ব্যবহৃত
প্যারাসিটামল ১০ দিন বয়সী কিছু ইঁদুরের ওপর প্রয়োগ
করেন। গবেষকরা তাতে দেখতে পান, প্যারাসিটামল
খাওয়ানোর পর পরিণত বয়সের এই ইঁদুরগুলোর
মধ্যে অসামঞ্জস্যতা দেখা যায়।
এমনকি একপর্যায়ে ইঁদুরগুলোর স্মৃতিশক্তিও হ্রাস
পেতে থাকে।
গবেষকরা দাবি করেছেন, শিশু বা ভ্রূণ অবস্থায়
মস্তিষ্কের বিকাশের সময় প্যারাসিটামলের প্রয়োগ
মস্তিষ্কের পরিণত হওয়ার পথে মারাত্মক
বাধা সৃষ্টি করতে পারে। এর প্রভাবও সুদূর
প্রসারী হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা বলছেন, শিশু বয়সে প্যারাসিটামল খাওয়ার
ফলে ঘটে যাওয়া বিরূপ প্রভাব প্রাপ্তবয়সেও
থেকে যেতে পারে। সামগ্রিকভাবে মানসিক শক্তি ও
বুদ্ধিমত্তা কম হওয়ার সম্ভাবনাও
প্রবলভাবে থাকে প্যারাসিটামলে।
ভারতের ওই গবেষকরা অনুরোধ করে বলেছেন, শিশুদের
ক্ষেত্রে প্যারাসিটামল প্রয়োগের ব্যাপারে বাবা-
মাকে বেশ সতর্ক থাকতে হবে।
তাছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ
ছাড়া কোনাভাবেই প্যারাসিটামল গ্রহণ না করার জন্য
বাবা মা ও অভিভাবকদের প্রতি তারা অনুরোধ
জানিয়েছেন।

posted from Bloggeroid

No comments: