স্ক : বিশ্বের মুসলমান সম্প্রদায়কে পবিত্র ঈদ-
উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন
প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামা সোমবার এক
বিবৃতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও
গোটা বিশ্বের মুসলমানরা ঈদ-উল-ফিতর উদযাপন
করছেন। তাদের ও তাদের পরিবারকে আমি ও
মিশেল আন্তরিক শুভেচ্ছা জানাই।’
তিনি আরও বলেন, ঈদ একদিকে যেমন এক মাসের
রোজার পূর্ণতা নিয়ে আসে তেমনি এই উৎসব এমন
কিছু সাধারণ মূল্যবোধ
তৈরি করে যা মানবিকতাকে একতাবদ্ধ করে। এর
সঙ্গে ঈদ সকল বিশ্বাসের মানুষের পরস্পরের
প্রতি বাধ্যবাধকতা জোরদার করে বলেও
বিবৃতিতে বলেন ওবামা।
ঈদ জাতি গঠনে মুসলমান মার্কিনিদের
অবদানকে স্মরণ করিয়ে দেয় বলেও
বিবৃতিতে উল্লেখ করেন ওবামা।
উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন
প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামা সোমবার এক
বিবৃতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও
গোটা বিশ্বের মুসলমানরা ঈদ-উল-ফিতর উদযাপন
করছেন। তাদের ও তাদের পরিবারকে আমি ও
মিশেল আন্তরিক শুভেচ্ছা জানাই।’
তিনি আরও বলেন, ঈদ একদিকে যেমন এক মাসের
রোজার পূর্ণতা নিয়ে আসে তেমনি এই উৎসব এমন
কিছু সাধারণ মূল্যবোধ
তৈরি করে যা মানবিকতাকে একতাবদ্ধ করে। এর
সঙ্গে ঈদ সকল বিশ্বাসের মানুষের পরস্পরের
প্রতি বাধ্যবাধকতা জোরদার করে বলেও
বিবৃতিতে বলেন ওবামা।
ঈদ জাতি গঠনে মুসলমান মার্কিনিদের
অবদানকে স্মরণ করিয়ে দেয় বলেও
বিবৃতিতে উল্লেখ করেন ওবামা।
posted from Bloggeroid
No comments:
Post a Comment