Headlines



gazitv2

w41j

gazitv

Monday, August 4, 2014

ল্যাপটপ-পিসি বেশি গরম হলে কী করবেন

দীর্ঘ সময় নিয়ে কাজ করতে থাকলে ব্যক্তিগত
কম্পিউটার (পিসি) অথবা ল্যাপটপ মাত্রাতিরিক্ত
গরম হয়ে যায়। যা আপনার কম্পিউটারের জন্য
ভালো লক্ষণ নয়। বেশি গরম হলে হঠাৎ হঠাৎ বন্ধ
হয়ে যাবে, অপারেটিং সিস্টেম ক্র্যাশ
করতে পারে এমনকি হার্ডওয়্যারের মারাত্মক
ক্ষতিও হয়ে যেতে পারে।
তাই ক্ষতির হাত থেকে আপনার
পিসিকে বাঁচাতে চাইলে কিছু বিষয়ে লক্ষ্য রাখুন।
প্রথ্মে খেয়াল রাখতে হবে ল্যাপটপ চালু
থাকা অবস্থায় ভেতরের গরম বাতাস ঠিকমত বের
হচ্ছে কি না। এ জন্য ল্যাপটপটি গদি বা নরম কিছুর
উপর না রেখে শক্ত জিনিসের উপর রেখে কাজ করুন।
আর ল্যাপটপ কখনো অন/স্লিপ/হাইবারনেট অবস্থায়
ব্যাগে ভরে রাখবেন না। বাজারে ল্যাপটপ কুল্যার
পাওয়া যায়। দামি ও প্রয়োজনীয় জিনিসটা যত্নে ও
নিরাপদে রাখতে একটু পয়সা খরচ করুন।
আর ডেস্কটপ কম্পিউটার হলে পরীক্ষা করে দেখুন
ভেতরে ময়লা জমেছে কি না। ল্যাপটপেও
ময়লা জমে এটিকে অতিরিক্তি গরম
করে তুলতে পারে।
এর সমাধান হচ্ছে- একটু কষ্ট
করে সাবধানে কম্পিউটারটি খুলে নরম ব্রাশ
দিয়ে আলতো করে পরিষ্কার করুন।
ডেস্কটপটি যে কম্পিউটার টেবিলে রেখে কাজ করছেন
খেয়াল করুন সেখানে গরম বাতাস বের হওয়ার
এবং বাতাস প্রবেশের যথেষ্ট জায়গা আছে কি না।

posted from Bloggeroid

No comments: