Headlines



gazitv2

w41j

gazitv

Monday, August 11, 2014

এখন থেকে আপনার ছবি যাচাই করবে ফেইসবুক

ইন্টারনেট রঙ্গ : ফেইসবুক ব্যবহারকারীদের
আপলোড করা ছবি স্ক্যান করবে ফেইসবুক। আপলোড
করা ছবিগুলোর মধ্যে শিশু নির্যাতনের
কোনো ছবি আছে কি না, তা খুঁজে বের করতেই এ
উদ্যোগ নিয়েছে তারা। প্রতিষ্ঠানটির
মালিকানাধীন ছবি বিনিময়ের জনপ্রিয় সাইট
ইন্সটাগ্রামেও এমনটি করা হবে। প্রতিষ্ঠানটির
একজন মুখপাত্র জানান, ফেইসবুকে শিশু
নির্যাতনবিষয়ক তথ্যের কোনো স্থান নেই।
‘ফটো ডিএনএ’ প্রযুক্তির
মাধ্যমে প্রতিটি ছবি স্ক্যান করা হবে। এ ধরনের
ছবি পাওয়া গেলে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট
নিষ্ক্রিয় করা হবে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

posted from Bloggeroid

No comments: