Headlines



gazitv2

w41j

gazitv

Friday, November 7, 2014

শ্বশুরবাড়িতে রেলমন্ত্রী

ঢাকা : চরম ব্যস্ততার মধ্যে থাকার পরও সামাজিক-
পারিবারিক রীতি অনুযায়ী রেলপথ মন্ত্রী মুজিবুল হক
স্ত্রীকে নিয়ে এখন দ্বিরাগমনে শ্বশুরালয়ে অবস্থান
করছেন।
আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে রেলপথ
মন্ত্রী স্ত্রীকে নিয়ে কুমিল্লার চান্দিনার মিরাখলার
শ্বশুরবাড়িতে আসেন।
দুপুরে মিরাখলা দক্ষিণপাড়া জামে মসজিদে মান্যগণ্য
ব্যক্তিদের সঙ্গে নামাজ আদায় করেন তিনি।
রেলপথ মন্ত্রী মুজিবুল হক (৬৭) ও তার
স্ত্রী হনুফা আক্তার রিক্তার (৩০) আড়াই দিন
সেখানে অবস্থানের রীতি রয়েছে। বিয়ের পর কনের বাপের
বাড়িতে স্বামীসহ আড়াই দিন অবস্থানের রীতিকেই
‘দ্বিরাগমন’ বলা হয়ে থাকে।
বিধান অনুযায়ী, এই সময়ে বর শ্বশুরবাড়ির খুব ঘনিষ্ঠ
আত্মীয়-স্বজনদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাবেন,
পরিচিত হবেন। পাশাপাশি শ্বশুরবাড়ির লোকজনও পারিবারিক-
সামাজিক ঐতিহ্য অনুযায়ী বরকে আদর-আপ্যায়ন করবেন।
দ্বিরাগমনে আড়াই দিন থাকার নিয়ম চালু থাকলেও
গুরুত্বপূর্ণ কাজা থাকায় রেলপথ মন্ত্রী শুক্রবার সারাদিন ও
রাত্রি যাপনের পর শনিবার (৮ নভেম্বর) সকালেই শ্বশুরালয়
ত্যাগ করে ঢাকায় ফিরবেন বলে পরিবারের সদস্যরা নিশ্চিত
করেছেন।

No comments: