বিনোদন ডেস্ক : শাহরুখ খানের সঙ্গে সিনেমায় কাজ
করার অভিজ্ঞতা রয়েছে বলিউডের মোস্ট
সেক্সি লেডি দীপিকা পাড়ুকোনের। ২০০৬ সালে তার
সিনেমায় অভিষেক হলেও সালমান খানের
বিপরীতে এখনও কোনো ছবিতেই কাজ করেননি তিনি।
এ নিয়ে মনে মনে অনেকেই অনেক ধারণাই পোষণ
করেন। তবে এবার সত্যিটা জানালেন দীপিকা নিজেই।
দীপিকা জানান, তাঁর কাছে এখনও সালমানের
সঙ্গে কাজ করার কোনও অফার এসে পৌঁছায়নি।
যদি দাবাং খানের সঙ্গে কাজ করার সুযোগ
আসে তাতে কোনও আপত্তি নেই দীপিকার।
এর আগে কানাঘুঁষা শোনা গিয়েছিল, সালমান খানের
‘কিক’ ছবির অফার সবার প্রথমে নাকি দীপিকার
কাছেই গিয়েছিল। কিন্তু দীপিকা এই ছবিতে কাজ
করতে আপত্তি জানান।
এই বিষয়ে দীপিকার কড়া মন্তব্য,
‘ছবিতে আপত্তি জানানোর আমি কে। আমার সেই
ক্ষমতাও নেই। আর এখনও সেই জায়গায়
আমি পৌঁছায়নি। আমি কোনদিনই সালমানের
সঙ্গে কাজ করার আপত্তি দেখাইনি।
বরং আমি নিজেই ওর সঙ্গে কাজ করতে চাই।

করার অভিজ্ঞতা রয়েছে বলিউডের মোস্ট
সেক্সি লেডি দীপিকা পাড়ুকোনের। ২০০৬ সালে তার
সিনেমায় অভিষেক হলেও সালমান খানের
বিপরীতে এখনও কোনো ছবিতেই কাজ করেননি তিনি।
এ নিয়ে মনে মনে অনেকেই অনেক ধারণাই পোষণ
করেন। তবে এবার সত্যিটা জানালেন দীপিকা নিজেই।
দীপিকা জানান, তাঁর কাছে এখনও সালমানের
সঙ্গে কাজ করার কোনও অফার এসে পৌঁছায়নি।
যদি দাবাং খানের সঙ্গে কাজ করার সুযোগ
আসে তাতে কোনও আপত্তি নেই দীপিকার।
এর আগে কানাঘুঁষা শোনা গিয়েছিল, সালমান খানের
‘কিক’ ছবির অফার সবার প্রথমে নাকি দীপিকার
কাছেই গিয়েছিল। কিন্তু দীপিকা এই ছবিতে কাজ
করতে আপত্তি জানান।
এই বিষয়ে দীপিকার কড়া মন্তব্য,
‘ছবিতে আপত্তি জানানোর আমি কে। আমার সেই
ক্ষমতাও নেই। আর এখনও সেই জায়গায়
আমি পৌঁছায়নি। আমি কোনদিনই সালমানের
সঙ্গে কাজ করার আপত্তি দেখাইনি।
বরং আমি নিজেই ওর সঙ্গে কাজ করতে চাই।

No comments:
Post a Comment