Headlines



gazitv2

w41j

gazitv

Friday, November 7, 2014

বলিউডে প্রযোজকদের ২০১৫-১৬ উৎসবের সব ডেট ফিক্স!

বিনোদন ডেস্ক: ছবি মুক্তির নিরিখে বলিউড শেষ
কথা নয়৷ প্রতিবছর দেশে বিপুল পরিমাণ আঞ্চলিক
ছবি তৈরি হয়৷ এই আঞ্চলিক ছবিরও একটা বড়
বাজার রয়েছে৷ আঞ্চলিক ছবির ইন্ডাস্ট্রিতে যে-
পরিমাণ ব্যবসার টাকা ঘুরে বেড়ায়, তাও অঙ্কের
নিরিখে বিপুল৷ স্বাভাবিকভাবেই আঞ্চলিক ছবির
প্রযোজকরাও চাইবেন উত্সববের
মরশুমে ছবি মুক্তির ডেট রেখে বক্স অফিস
সাফল্যের কিছুটা গ্যারান্টি পেতে৷
তাই উৎসবকে মাথায় রেখে প্রত্যেক প্রযোজকই
ছবি তৈরি করেন কারন ছুটির মেজাজে বহু মানুষ
হলমুখী হন।আর সেই হিড়িকেই বক্স
অফিসে হয়ে জোরদার বাণিজ্য আর সেই হিসেবে ঈদ,
দেওয়ালি, স্বাধীনতা দিবস, এই সব উত্সসবের দিন
প্রযোজকদের বিশেষ প্রিয়৷ বলিউডের বড় বাজেটের
ছবিগুলির বেশ একটা বড় অংশ
দীপাবলি কিংবা ঈদে মুক্তি পায়৷ আর তাদের বাণিজ্য
করার অঙ্কটাও এই ফরমুলা মেনেই৷
কিন্তু এখানেই অশনি সংকেত, এবং আঞ্চলিক ছবির
প্রযোজকদের জন্য খারাপ খবর৷ শুধু আগামী বছর
২০১৫ সালই নয়, ২০১৬ সালেরও বেশিরভাগ উত্শবের
ডেট তাদের ছবি মুক্তির জন্য ‘বুক’ করে রেখেছেন
বলিউডের বড় প্রযোজকরা৷ হঠাৎ কম বাজেটের
বা আঞ্চলিক ছবি যদি আগামী দুই বছর উত্সবের
মরশুমে মুক্তি পায় তবে সেই
ছবিগুলিকে প্রতিযোগিতা করতে হবে সালমান-
শাহরুখের বিগ রিলিজের সঙ্গে৷ অর্থাৎ দর্শক
ভাগাভাগির টানে লাভের গুড় পিঁপড়া খেয়ে যাওয়ার
আশঙ্কা ষোল আনা৷ আসুন এক ঝলকে দেখা যাক,
আগামী দু’বছর মোটের ওপর বলিউডের ফেস্টিভ্যাল
রিলিজ কেমন৷
ঈদ বরাবরই প্রযোজকদের বিগ রিলিজের টার্গেট৷
আগামী বছর তার ব্যতিক্রম নয়৷ অনেকদিন আদিত্য
চোপড়ার সঙ্গে কাজ করেননি শাহরুখ৷
আগামী ঈদে মুক্তি পেতে চলেছে শাহরুখের ‘ফ্যান’৷
সালমান খান আর সুরজ বারযাত্যা একসময় বহু ‘হিট’
ছবি উপহার দিয়েছেন৷ যেগুলোর
মধ্যে রয়েছে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হম
আপকে হ্যায় কউন’, ‘হম সাথ সাথ হ্যয়’ ইত্যাদি৷
মূলত রোম্যান্টিক ধাঁচের ছবি করিয়ে সুরজের
সঙ্গে সালমানের নয়া উদ্যোগ ‘প্রেম রতন ধ্যান
পায়ো’৷ এই ছবিতে সালমান খান রোমান্স করবেন
সোনম কাপুরের সঙ্গে৷ এখনও পর্যন্ত যা খবর
তাতে ঈদেই মুক্তি পেতে চলেছে ছবিটি৷
সরাসরি কোনো প্রেস রিলিজ না থাকলেও,
ইন্ডাস্ট্রির কাছে এটা পরিষ্কার আগামী দু’বছর
বড়দিনটা বরাদ্দ হয়ে গিয়েছে আমির খানের জন্য, ঈদ
মূলত সলমন খানের আর শাহরুখ থাকছেন দীপাবলিতে৷
বাকি যে সব ন্যাশনাল হলিডে রয়েছে, তাতেও ভাগ
বসিয়ে রেখেছেন বলিউডের অন্য নায়করা৷
যেমন ধরুন ভারতের স্বাধীনতা দিবস৷ এই
দিনটা বেছে নিয়েছেন অক্ষয় কুমার৷ নীরজ পান্ডে আর
অক্ষয় কুমারের জুটি বক্স অফিসে ভালোই সফল৷
আগামী বছর অক্ষয়ের ‘বেবি’
মুক্তি পাচ্ছে স্বাধীনতা দিবস টার্গেট করেই৷ সঞ্জয়
লীলা বনশালির ‘রামলীলা’ ব্যবসার নিরিখে ইন্ডাস্ট্রির
নজর কেড়েছে৷ সঞ্জয়ের ‘লার্জার দ্যান লাইফ’
কনসেপ্টের নয়া ছবি ‘বাজিরাও মস্তানি’
ছবিতে থাকছে ‘রামলীলা’ জুটি রণবীর সিং,
দীপিকা পাড়ুকোনই৷ আর মুক্তি পাচ্ছে বড়দিনে৷
আগামী বছর বড়দিনে মুক্তি পাওয়ার কথা ইমতিয়াজ
আলির ‘তামাশা’র৷ ছবিতে রয়েছেন রণবীর কাপুর,
দীপিকা৷ তবে শেষ মুহূর্তে রিলিজ-ডেট বদলাতে পারে৷
দীর্ঘদিন ধরে করণ জোহর চাইছিলেন সালমান খানের
সঙ্গে কাজ করতে৷ ‘শুদ্ধি’ ছবিতে করণের সেই
ইচ্ছে পূরণ হয়েছে৷ ২০১৬ সালের দেওয়ালিতে ‘শুদ্ধি’
মুক্তি পাওয়ার কথা রয়েছে৷ – ওয়েবসাইট

No comments: