Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, November 8, 2014

ফরিদপুরের পতিতালয় থেকে কলেজছাত্রী উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : প্রতারক প্রেমিকের প্রেমের
ফাঁদে পরে এবার অনার্স পড়ুয়া এক কলেজছাত্রীর
স্বপ্নের অপমৃত্যু হয়েছে নিদারুনভাবে। স্বপ্নভঙ্গের
নিদারুন যন্ত্রনা , অকথ্য নির্যাতন আর
নারী সত্ত্বার চরম অপমান নিয়ে ‘প্রেমিকের উপহার’
হিসেবে পতিতালয়ের ভয়ানক অভিজ্ঞতার
স্মৃতি বুকে চেপে নির্বাক হয়ে গেছে ঘটনার শিকার
ঐ কলেজছাত্রী । শুক্রবার ফরিদপুর শহরের
রথখোলা পতিতালয় থেকে পুলিশ সাথী (২০) (ছদ্ম
নাম- আসল নাম প্রকাশ করা হলনা ) নামের এক
কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে।
নরসিংদীর শিবপুর থানার এসআই মিজানুর রহমান
জানান, সাথীর বাড়ী নদী জেলার শিবপুর থানার সৈয়দ
নগর গ্রামে। এস, আই মিজান জানায়, নরসিংদীর
বকুল শেখের কন্যা সে। স্থানীয় কলেজের অনার্স ১ম
বর্ষের ছাত্রী সাথীকে স্থানীয় এক যুবক প্রেমের
প্রলোভন দেখিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক
গড়ে তোলে।
পরে বিয়ের আশ্বাসে বাইরে বেড়াতে যাবার
কথা বলে সাথীকে কয়েকদিন আগে ফরিদপুর
শহরে নিয়ে আসে।সেখানে কয়েকদিন একটি আবাসিক
হোটেলে রাত কাটিয়ে পরে রোজিনাকে কৌশলে
রথখোলা পতিতালয়ে নিয়ে গিয়ে জয়নাল নামে একজন
দালালের কাছে বিক্রি করে দেয়।
এর আগে রোজিনার বাবার অভিযোগের
প্রেক্ষিতে নরসিংদী থানা পুলিশ রোজিনার কথিত সেই
প্রেমিককে আটক করে। পরে তার
তথ্যমতে নরসিংদীর শিবপুর থানার এসআই মিজানুর
রহমান ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের সহায়তায়
গত শুক্রবার সন্ধ্যার
দিকে রথখোলা পতিতা পল্লিতে সর্দারনী তানিয়ার ঘর
থেকে অভিযান চালায়ে রোজিনাকে উদ্ধার করে।

No comments: