বিনোদন ডেস্ক : অর্পিতার স্বামী আয়ুস
হাঁটতে চান সালমানের পথ ধরে। বলিউডের
আলো ঝলমল জগতে নিজেকে যাচাই
করে দেখতে চান। এ দেখতে চাওয়াই প্রমাণ
করে, তিনি কতটা আত্মবিশ্বাসী। তাই
বলা যায়, খান পরিবার মেয়ের জামাই
নির্বাচনে ভুল করেনি।
আয়ুস শর্মা হিমাচল প্রদেশের কংগ্রেস
নেতা অনিল শর্মার ছেলে। দিল্লিতে তার
পরিবারের ব্যবসা রয়েছে। আয়ুস এতদিন এ
ব্যবসাই দেখাশুনা করতেন। কিন্তু এবার
তিনি নতুন ভাবে ভাগ্য অন্বেষণ
করতে চান। অর্পিতার যদিও কোনো রকমের
আগ্রহ নেই সিনেমা জগতের প্রতি, তবু
স্বামীর এই আগ্রহে তিনি বাগড়া দেননি।
আদরের ছোট বোনের স্বামীকে সালমান
আলো ঝলমল তারার
জগতে ঢুকতে কীভাবে সাহায্য করবে,
তা এখন সবারই প্রশ্ন। আয়ুসও
ভেতরে ভেতরে সালমানের পরামর্শ চান,
তা তার আত্মাবিশ্বাসী মুখ দেখলেই
বোঝা যায়।
অর্পিতা লন্ডন থেকে ফ্যাশন
ডিজাইনিংয়ের ওপর উচ্চশিক্ষায় শিক্ষিত।
এখন তিনি মুম্বাইয়ের একটি ইন্টেরিয়র
ডিজাই ফার্মে কাজ করছেন। ফ্যাশন
ডিজাইনিংয়েই ক্যারিয়ার গড়বেন
বলে তার ইচ্ছে। ভাইয়ের পথ ধরে স্বামীর
হাঁটার আগ্রহ খোলামেলা ভাবেই
নিয়েছেন অর্পিতা। যদিও
ছোটবেলা থেকেই এ জগতের প্রতি তার
তেমন আগ্রহ নেই।
তাদের বাড়ির পরিবেশটাই ছিল জমকালো।
ছোটবেলা থেকেই
অর্পিতা তা দেখে আসছেন। প্রায়ই
আড্ডা হতো বলিউডের চাঁদ-তারা-
ধূমকেতুদের সঙ্গে।
তবে কখনো সে জগতে ঢোকার ইচ্ছে তার
হয়নি। তবে স্বামীর
ইচ্ছেকে তিনি শ্রদ্ধা করেন।
বিয়ে উপলক্ষ্যে দেহে উল্কি এঁকেছেন
অর্পিতা। তারার নকশায় এই
উল্কিতে উঠে এসেছে তার পরিবারের সব
সদস্যের নাম। যাদের মধ্যে রয়েছেন
বাবা সেলিম খান থেকে শুরু কওে হেলেন,
সালমা, সোহেল, আরবাজ, সালমান
এবং দিকশার নাম।
হাঁটতে চান সালমানের পথ ধরে। বলিউডের
আলো ঝলমল জগতে নিজেকে যাচাই
করে দেখতে চান। এ দেখতে চাওয়াই প্রমাণ
করে, তিনি কতটা আত্মবিশ্বাসী। তাই
বলা যায়, খান পরিবার মেয়ের জামাই
নির্বাচনে ভুল করেনি।
আয়ুস শর্মা হিমাচল প্রদেশের কংগ্রেস
নেতা অনিল শর্মার ছেলে। দিল্লিতে তার
পরিবারের ব্যবসা রয়েছে। আয়ুস এতদিন এ
ব্যবসাই দেখাশুনা করতেন। কিন্তু এবার
তিনি নতুন ভাবে ভাগ্য অন্বেষণ
করতে চান। অর্পিতার যদিও কোনো রকমের
আগ্রহ নেই সিনেমা জগতের প্রতি, তবু
স্বামীর এই আগ্রহে তিনি বাগড়া দেননি।
আদরের ছোট বোনের স্বামীকে সালমান
আলো ঝলমল তারার
জগতে ঢুকতে কীভাবে সাহায্য করবে,
তা এখন সবারই প্রশ্ন। আয়ুসও
ভেতরে ভেতরে সালমানের পরামর্শ চান,
তা তার আত্মাবিশ্বাসী মুখ দেখলেই
বোঝা যায়।
অর্পিতা লন্ডন থেকে ফ্যাশন
ডিজাইনিংয়ের ওপর উচ্চশিক্ষায় শিক্ষিত।
এখন তিনি মুম্বাইয়ের একটি ইন্টেরিয়র
ডিজাই ফার্মে কাজ করছেন। ফ্যাশন
ডিজাইনিংয়েই ক্যারিয়ার গড়বেন
বলে তার ইচ্ছে। ভাইয়ের পথ ধরে স্বামীর
হাঁটার আগ্রহ খোলামেলা ভাবেই
নিয়েছেন অর্পিতা। যদিও
ছোটবেলা থেকেই এ জগতের প্রতি তার
তেমন আগ্রহ নেই।
তাদের বাড়ির পরিবেশটাই ছিল জমকালো।
ছোটবেলা থেকেই
অর্পিতা তা দেখে আসছেন। প্রায়ই
আড্ডা হতো বলিউডের চাঁদ-তারা-
ধূমকেতুদের সঙ্গে।
তবে কখনো সে জগতে ঢোকার ইচ্ছে তার
হয়নি। তবে স্বামীর
ইচ্ছেকে তিনি শ্রদ্ধা করেন।
বিয়ে উপলক্ষ্যে দেহে উল্কি এঁকেছেন
অর্পিতা। তারার নকশায় এই
উল্কিতে উঠে এসেছে তার পরিবারের সব
সদস্যের নাম। যাদের মধ্যে রয়েছেন
বাবা সেলিম খান থেকে শুরু কওে হেলেন,
সালমা, সোহেল, আরবাজ, সালমান
এবং দিকশার নাম।
No comments:
Post a Comment