Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, January 11, 2015

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তনের সব প্রস্তুতি সম্পন

ঢাবি প্রতিনিধি : আগামী মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার
মাঠে বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন অনুষ্ঠান
হতে যাচ্ছে। রোববার
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট
ভবনে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক
সমাবর্তনের সার্বিক দিক তুলে ধরেন।
তবে বর্তমানে দেশে বিরাজমান রাজনৈতিক
পরিস্থিতিসহ বেশ কয়েকটি কারণ দেখিয়ে
সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছে বিএনপি-জামায়াত
সমর্থিত সাদা দলের শিক্ষকেরা। রোববার
সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো.
আমিনুর রহমান মজুমদার এবং অধ্যাপক ড. মো.
সিরাজুল ইসলাম প্রেরিত এক যৌথ প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুরাতন সিনেট ভবনে সংবাদ
সম্মেলনে সমাবর্তনের
প্রস্তুতি সম্পর্কে উপাচার্য জানান, এবারের
সমাবর্তনে মোট ৬১০৪জন শিক্ষার্থী অংশগ্রহণ
করবে। তার মধ্যে ছেলে রয়েছে ২৭৩৭জন
এবং মেয়ে রয়েছে ৩৩৬৭জন। এবারের
সমাবর্তনে পিএইডি ডিগ্রিধারী ৪২জন, এম. ফিল
ডিগ্রিধারী ২০জন, স্বর্ণপদকপ্রাপ্ত ২৯জন, এমডি ও
এমএস ডিগ্রিধারী ৪৯জন, অনার্স (স্নাতক)
ডিগ্রিধারী ৩হাজার ১৬০জন, মাস্টার্স
(স্নাতকোত্তর) ডিগ্রিধারী ৫৬৫জন, এমবিবিএস
ডিগ্রিধারী ১হাজার ৬২৫জন, বিডিএস
ডিগ্রিধারী ৩১৯জন, নার্সিং ও
ফিজিওথেরাপী ডিগ্রিধারী ১৮৬জন, হোমিওপ্যাথিক
ও আয়ুর্বেদিক ডিগ্রিধারী ১০৯জন
শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপাচার্য
বলেন, ইতোমধ্যেই প্যান্ডেল প্রস্তুতসহ
যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার
বিকেল ৩টায় শিক্ষার্থীদের নিয়ে মহড়া অনুষ্ঠিত
হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায়
পুরো এলাকা জুড়ে কঠোর
নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলেও
তিনি জানান।
অবরোধে প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন,
‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায়
আশা করছি অবরোধ সমাবর্তনে কোন প্রভাব
ফেলবে না।’
এবারের সমাবর্তনে সমাবর্তন
বক্তা হিসেবে উপস্থিত থাকবেন
জেনেভাভিত্তিক মেধাসত্ত্ব সংগঠন ‘দ্যা ওয়ার্ল্ড
ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি অরগানাইজেশন’র
(ওয়াইপো) মহাপরিচালক ফ্রান্সিস গারি। সমাবর্তন
অনুষ্ঠানে তাকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান
করা হবে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মো.
আবদুল হামিদ।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল
হক চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ রেজাউর
রহমান, প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী,
জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. নূর-ই-ইসলাম
প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

No comments: