Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, January 10, 2015

‘তিন মাস চলবে অবরোধ, সঙ্গে আসছে হরতাল’

ঢাকা : নতুন নির্বাচন নিয়ে একটি ‘গ্রহণযোগ্য’
সমাধানে না আসা পর্যন্ত হরতাল-অবরোধ
কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি নেতৃত্বাধীন
২০ দলীয় জোট।
দাবি আদায়ে আগামী সপ্তাহে অবরোধের
সঙ্গে নতুন করে যুক্ত হতে পারে হরতালও।
আগামী তিন মাস
রাজপথে টানা কর্মসূচিতে মাঠে থেকেই
দাবি আদায়ের নির্দেশনা রয়েছে বিএনপির
হাইকমান্ড থেকে। সুনির্দিষ্ট এজেন্ডায় নতুন
করে নির্বাচনের উপায় বের না হওয়া পর্যন্ত
প্রয়োজনে গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’
থেকেই দল ও জোটকে নিয়ে আন্দোলন
চালাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তবে এর আগে বিএনপি প্রধান গ্রেফতার
হলে অন্য কৌশলে এগুবে বিএনপি জোট।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ‘অবরুদ্ধ’ বেগম খালেদা জিয়া মুক্ত
হয়ে ঢাকাসহ সারা দেশে সভা-
সমাবেশে যোগদানের নিশ্চয়তা চায়
বিএনপি জোট। অন্যথায় বিএনপিপ্রধান গুলশানের
বাসভবনেও যাবেন না। গুলশান কার্যালয়
থেকে এখনো নয়াপল্টনে বিএনপির
কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার ইচ্ছা তার। ১২
জানুয়ারি নয়াপল্টনে ফের গণজমায়েত করার
চিন্তাভাবনা করা হচ্ছে। সরকার যদি এতে আগ্রহ
দেখায় তাহলে অবরোধ কর্মসূচির বিষয়ে নতুন
করে চিন্তাভাবনা করবে বিএনপি নেতৃত্বাধীন ২০
দল।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার
রফিকুল ইসলাম মিয়া প্রতিবেদককে বলেন,
‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।
তাছাড়া বর্তমানে যে সংকট চলছে, তাতে নতুন
নির্বাচনের দাবিতে গ্রহণযোগ্য সমাধানের বিকল্প
নেই। কিন্তু সরকার সে পথে নেই।
আমি প্রধানমন্ত্রীকে আহ্বান জানাব, যথাশীঘ্রই
একটি সুনির্দিষ্ট এজেন্ডায় সংলাপ-সমঝোতার
ব্যবস্থা গ্রহণ করুন।
এটা না করে বিএনপি জোটকে যদি ধাক্কা দিয়ে ফেল
তা ঠিক হবে না।’ হামলা-মামলা যত হবে আন্দোলন
তত বেগবান হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপি নেতারা জানান, ক্ষমতাসীন
আওয়ামী লীগকে এক বছর সময়
দেওয়া হয়েছে।
এর মধ্যে বিভিন্ন সভা-সমাবেশে বেগম
খালেদা জিয়া নতুন নির্বাচনের জন্য সংলাপ-
সমঝোতার দাবি জানিয়েছেন। কিন্তু সরকার
এটাকে দুর্বলতা ভেবে অন্যদিকে মুখ
ফিরিয়ে নিয়েছে। জনগণের কথা ভেবেই
বিএনপি জোট এক বছর হরতাল-অবরোধ
কিংবা রাজপথে কঠোর কোনো কর্মসূচি দেয়নি।
এবার আর পিছু হটবে না বিএনপি জোট। সরকার
হার্ডলাইনে গেলে বিএনপি জোটও আর ছাড়
না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
এমনকি বিএনপি চেয়ারপারসন ও
জোটনেত্রী বেগম খালেদা জিয়াকেও
গ্রেফতার করা হলে দাবি আদায়ে অটল
থাকবে তারা। আন্দোলনকে চূড়ান্ত
পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ
চেষ্টা চালানো হবে।
সমন্বয়হীনতা : জানা গেছে, নতুন নির্বাচনের
দাবিতে অবরোধ কর্মসূচিতে যাওয়ার
আগে বেগম খালেদা জিয়ার সাত
দফা ঘোষণা নিয়েও ২০ দলের
মধ্যে সমন্বয়হীনতা কাজ করেছে। বিএনপির
সিনিয়র নেতাদের অনেকেই সাত দফার বিস্তারিত
সম্পর্কে জানতেন না। একইভাবে অধিকাংশ জোট
নেতারাও বেগম জিয়ার সাত দফা সম্পর্কে ছিলেন
অজ্ঞ। অবশ্য সংশ্লিষ্টরা জানান, সাত দফা ফাঁস না হওয়ার
বিষয়টি মাথায় রেখেই বেগম জিয়া দল ও জোটের
গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতার সঙ্গে এ
নিয়ে পরামর্শ করেন।

No comments: