ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটকে গত বছরই বিদায়
জানিয়েছেন তিনি। কিন্তু গোটা বিশ্বে তার
জনপ্রিয়তা এতটুকু কমেনি। তিনি ক্রিকেটের মাস্টার
ব্লাস্টার শচীন টেন্ডুলকার। টাইম ম্যাগাজিনের এক
সমীক্ষায় দেখা গেছে ওয়েবসাইটে পৃথিবীর সেরা ১০০ জন
‘অবসেসড ওভার পিপল’ তালিকায় ৬৮ নম্বরে রয়েছেন
শচীন। আর ৯৯ নাম্বারে আছেন শাহরুখ।
তালিকায় এখনো এক নম্বরে রয়েছেন মার্কিন
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ। ৬৫.৬
পয়েন্ট তার নামের পাশে। তালিকার দ্বিতীয় স্থানে আছেন
দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। তার
দখলে ৪৫.৩ পয়েন্ট। ৬৮ নম্বরে থাকা শচীনের
ঝুলিতে ২৩.৯৮। আর শাহরুখ খান অর্জন করেছেন ২২.০৭
পয়েন্ট।
এই তালিকায় আরো আছেন পাকিস্তানের
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। হিলারী ক্লিনটন (১১), রাশিয়ান
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (২৭), নোভাক জোকোভিচ
(৬১), পোপ ফ্রান্সিস (৭০, মাইকেল শুমাখার (৭০) ও
অপরাহ উইনফ্রে (৯৫)। প্রসঙ্গত সেলিব্রিটিদের
অনলাইনে উইকিপিডিয়া পেজ ঘেঁটে এই সমীক্ষা করেছে টাইম
ম্যাগাজিন।
Posted via Blogaway
No comments:
Post a Comment