বাংলাদেশের ক্রিকেটে এ যেন
রীতি হয়ে দাঁড়িয়েছে!
টাইগাররা উইকেটে সমস্যায় পড়বেন, আর ব্যাট
হাতে দাঁড়িয়ে যাবেন সাকিব আল হাসান। টেস্ট
ক্রিকেটের পর ওয়ানডেতেও ভালো খেলার
ধারা বজায় রেখেছেন দেশসেরা ক্রিকেটার।
সাগরিকায় জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের
ইনিংসে শুরুর বিপর্যয়ের পর সাকিব আল হাসানের
ব্যাটে কিছুটা প্রতিরোধ আসে। আলোর
দেখা পায় স্বাগতিকরা। শুক্রবার
থ্রি ডাউনে ব্যাটিংয়ে নেমে ৩০.৩
ওভারে কামুনগোজির বলে ১ রান নিয়ে ৫০ পূর্ণ
করেন সাকিব। এটি সাকিব আল হাসানের ক্যারিয়ারের
২৭তম ওয়ানডে অর্ধশতক। আর জিম্বাবুয়ের
বিপক্ষে সপ্তম। ৫৭ বলে চারটি চারের
সাহায্যে দুই অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন
টেস্ট ক্রিকেটের সেরা অলরাউন্ডার।
সাকিব তার ওয়ানডে ক্যারিয়ারে ১৩৬ ম্যাচে ১৩০
ইনিংস ব্যাট করে ৩৮৩৫ রান সংগ্রহ করেছেন।
পাঁচটি শতক আছে তার। সর্বোচ্চ রান ১৩৪।
ক্যারিয়ার গড় ৩৪.৮৬। প্রসঙ্গত, জিম্বাবুয়ের
বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট
সিরিজে দেশের পক্ষে ব্যাটে-বলে দারুণ
নৈপূণ্য দেখিয়ে সিরিজ সেরা হন সাকিব। রেকর্ড
গড়েন এক টেস্টে দশ উইকেট আর
সেঞ্চুরি করার।
রীতি হয়ে দাঁড়িয়েছে!
টাইগাররা উইকেটে সমস্যায় পড়বেন, আর ব্যাট
হাতে দাঁড়িয়ে যাবেন সাকিব আল হাসান। টেস্ট
ক্রিকেটের পর ওয়ানডেতেও ভালো খেলার
ধারা বজায় রেখেছেন দেশসেরা ক্রিকেটার।
সাগরিকায় জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের
ইনিংসে শুরুর বিপর্যয়ের পর সাকিব আল হাসানের
ব্যাটে কিছুটা প্রতিরোধ আসে। আলোর
দেখা পায় স্বাগতিকরা। শুক্রবার
থ্রি ডাউনে ব্যাটিংয়ে নেমে ৩০.৩
ওভারে কামুনগোজির বলে ১ রান নিয়ে ৫০ পূর্ণ
করেন সাকিব। এটি সাকিব আল হাসানের ক্যারিয়ারের
২৭তম ওয়ানডে অর্ধশতক। আর জিম্বাবুয়ের
বিপক্ষে সপ্তম। ৫৭ বলে চারটি চারের
সাহায্যে দুই অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন
টেস্ট ক্রিকেটের সেরা অলরাউন্ডার।
সাকিব তার ওয়ানডে ক্যারিয়ারে ১৩৬ ম্যাচে ১৩০
ইনিংস ব্যাট করে ৩৮৩৫ রান সংগ্রহ করেছেন।
পাঁচটি শতক আছে তার। সর্বোচ্চ রান ১৩৪।
ক্যারিয়ার গড় ৩৪.৮৬। প্রসঙ্গত, জিম্বাবুয়ের
বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট
সিরিজে দেশের পক্ষে ব্যাটে-বলে দারুণ
নৈপূণ্য দেখিয়ে সিরিজ সেরা হন সাকিব। রেকর্ড
গড়েন এক টেস্টে দশ উইকেট আর
সেঞ্চুরি করার।
No comments:
Post a Comment