Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, November 1, 2014

যে কারণে বিদ্যুৎ বিপর্যয়

ষ্টেশন বিকল হয়ে পড়ায় সারাদেশে বিদ্যুৎ
বিপযর্য় দেখা দিয়েছে। শনিবার সকাল ১১টা ২৭
মিনিট ২৮সেকেন্ড’র সময় হঠাৎ করেই
ভেড়ামারাস্থ সাব
ষ্টেশনে কারিগরি ক্রটি দেখা দেয়। এসময় বিকট
শব্দে বিদ্যুৎ আমদানী বন্ধ হওয়া ছাড়াও জাতীয়
গ্রিড থেকে বিছিন্ন হয়ে যায়। এ সময়
সারাদেশে উৎপাদনে থাকা সব বিদ্যুৎ কেন্দ্রও
একযোগে বন্ধ হয়ে যায়। ফলে ধ্বস নামে বিদ্যুৎ
উৎপাদনে। জাতীয় গ্রীড লাইন ফেল
করে সারাদেশে দেখা দেয় চরম বিদ্যুৎ বিপযর্য়।
ভারত থেকে বিদ্যুৎ আমদানীর ৫০০ মেগাওয়াট হাই
ভোল্টেজ ব্যাক টু ব্যাক ভেড়ামারাস্থ সাব-
ষ্টেশনের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন
জানিয়েছেন, সকাল থেকেই স্বাভাবিক অবস্থায়
ভারত থেকে বিদ্যুৎ আসছিল। কিন্তু হঠাৎ করেই
১১টা ২৭ মিনিট ২৮ সেকেন্ড’র সময় ভেড়ামারাস্থ
সাব ষ্টেশনে ক্রটি দেখা দেয়। এসময় লাইন বিকল
হয়ে পড়ে। সারাদেশের সব বিদ্যুৎ কেন্দ্রও
একযোগে বন্ধ হয়ে যায়। ফলে জাতীয় গ্রিড লাইন
ফেল করে দেখা দেয় চরম বিদ্যুৎ বিপযর্য়।
তিনি জানান, চেষ্টা করা হচ্ছে পুনরায় বিদ্যুৎ
সংযোগ স্থাপনের। বিকাল ৪টার পর্যন্ত কোন
বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার সংবাদ
পাওয়া যায়নি।
ভেড়ামারা ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের
ব্যবস্থাপক রুহুল কুদ্দুস জানিয়েছেন, জাতীয়
গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়ার সময় এই
বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ ছিল।
পরে ঢাকা থেকে কেন্দ্র টি চালু করার নির্দেশ
দেয়া হলে আমরা চালু করি। বর্তমানে ৩নং ইউনিট
চলচ্ছে। কিন্তু কোনভাবেই জাতীয় গ্রিডে সংযোগ
দেয়া যাচ্ছে না।

No comments: